‘পুরাণ নাকি বর্তমান’ এই দ্বন্দ্বে মঞ্চে আসছে নাটক “দুঃশাসন”

ঢাবি
  © টিবিএম ফটো

আগামী ৪ জুলাই,  ২০২৪ বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ হলে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদের নতুন প্রযোজনা "দুঃশাসন"। সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দ্বারা অর্ধযুগ ধরে তার কার্যক্রম চালিয়ে আসছে সফলভাবে। প্রতি বছরের ন্যায় এ বছরও নতুন প্রযোজনা নিয়ে হাজির হয়েছে সংগঠনটি। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দুটি সুবিখ্যাত ছোটগল্প "দুঃশাসন" ও "পুষ্করা" এর কাহিনিসার অবলম্বন করে নাটকটি বর্তমান সময়ের যুগযন্ত্রণাকে মঞ্চস্থ করতে উদ্যোগী হয়েছে। 

নাটকটির নির্দেশনায় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদের সহ-সভাপতি প্রজ্ঞা চন্দ। নির্দেশনা সহকারী হিসেবে আছেন সুপ্রিয় ঘোষ ও মোশারফ খান। আলোক ভাবনায় রফিকুল ইসলাম সবুজ তালুকদার, সঙ্গীত ভাবনায় প্রণব রঞ্জন বালা, মঞ্চ পরিকল্পনায় তাপস সরকার রুদ্র। নাটকটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের নাট্যপ্রেমী শিক্ষার্থীদের দ্বারা অভিনীত হচ্ছে। অভিনয় করেছেন; তাপস সরকার রুদ্র, মোশারফ খান, সুপ্রিয় ঘোষ, সায়র নিয়োগী, কাজী সাজ্জাদুর রহমান, এমদাদুল হক বাঁধন, জয়শ্রী চৌধুরী জয়া, বিশাখা আহমেদ ইরা, মারিয়া মালিকা, ইয়াসির আরাফাত, আশফাকুল ইসলাম, অর্ণব সোম, জিনিয়া জাফরিন খান জুঁই, ফুয়াদ হাসান প্রত্যয়, লাক মাহমুদ জাকারিয়া।

নির্দেশক জানিয়েছেন, "নাটকটিতে পুরাণের প্রচ্ছদে আমরা বর্তমানকে ধারণ করেছি। ইতিহাসের আবহমান সংকটকে প্রতীকী ব্যঞ্জনায় মঞ্চস্থ করতে প্রয়াসী হয়েছি। নাটকটির সঙ্গে সাধারণ দর্শক নিজেকে সম্পর্কিত করতে পারবেন। আমন্ত্রণ জানাচ্ছি নাটকটি উপভোগ করার জন্য, ধন্যবাদ।" 

ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদের উল্লেখযোগ্য প্রযোজনাগুলোর মধ্যে রয়েছে; কাকচরিত্র, সুইট এন্ড টুয়েন্টি, কবর, ইনডেমনিটি, বিলাসী, বুড় সালিকের ঘাড়ে রোঁ।


মন্তব্য


সর্বশেষ সংবাদ