এবার রাজামৌলির হলিউড অভিযান

এবার রাজামৌলির হলিউড অভিযান
রাজামৌলী

রাজামৌলীর 'আরআরআর' কতটা সফল তা আর নতুন করে বলে দিতে হয় না। এই ছবির দৌলতেই হলিউডে পরিচালকের কাজ নিয়ে আরও একবার চর্চা শুরু হয়েছে। তিনি যাতেই হাত দেবেন, সোনা ফলবে। এস এস রাজামৌলী এবং সাফল্য যেন সমার্থক। 'আরআরআর'-এর প্রচারের জন্য আমেরিকায় গিয়েছেন পরিচালক। সেখানকার নাম করা 'ক্রিয়েটিভ আর্টিস্ট এজেন্সি' (সিএএ)-র সঙ্গে চুক্তি সই করেছেন তিনি।

রাজামৌলীর 'আরআরআর' কতটা সফল, তা আর নতুন করে বলে দিতে হয় না। এই ছবির দৌলতেই হলিউডে পরিচালকের কাজ নিয়ে আরও একবার চর্চা শুরু হয়েছে। অতীতে 'বাহুবলি' মুক্তি পাওয়ার পরেও একই ছবি লক্ষ্য করা গিয়েছিল।

চলতি বছরের মার্চ মাসে মুক্তি পেয়েছিল রাজামৌলীর 'আরআরআর'। পরাধীনতার ইতিহাস, পুরাণ এবং দক্ষিণের অস্মিতাকে মিলিয়ে দিয়ে গল্প বুনেছিলেন রাজামৌলী। সেই গল্পের কেন্দ্রে দুই বন্ধু, রাম এবং ভীম। রামের চরিত্রে দেখা গিয়েছিল দক্ষিণী অভিনেতা রাম চরণ তেজাকে। ভীম হয়েছিলেন জুনিয়র এনটিআর।

মনে করা হয়েছিল, অস্কারের দৌড়ে নিজেকে সামিল করবে এই ছবি। এ প্রসঙ্গে পরিচালক বলেন, ''আরআরআর অস্কার জিতুক বা না-জিতুক, আমার গল্প বলার ধরন বদলাবে না। একজন পরিচালক হিসেবে সব সময় নিজের উন্নতিসাধনের চেষ্টা করে যাব। কী ভাবে আরও ভালো করে গল্প বলা যায়, তা ভাবব।'

শোনা যাচ্ছে, 'আরআরআর'-এর পর এ বার নতুন কাজে হাত দিতে চলেছেন পরিচালক। গুঞ্জন, দক্ষিণী তারকা মহেশ বাবুর সঙ্গে ছবি করবেন তিনি। এ বিষয়ে যদিও এখনও তাঁর মুখে কুলুপ। আপাতত বিদেশের মাটিতে 'আরআরআর'-এর সাফল্য উপভোগ করছেন তিনি। তাঁর কথায়, 'আমি কখনও ভাবিনি পশ্চিমি দর্শকের 'আরআরআর' এতটা ভালো লাগবে। সে রকম কোনও প্রত্যাশাও ছিল না। সেখানে 'আরআরআর' মুক্তি পাওয়ার পর অনেকে তাঁদের মতামত আমাকে জানাচ্ছিলেন। ভেবেছিলাম, কিছু মানুষ হয়তো ছবিটি দেখেছেন। তার পর বুঝলাম হাজার হাজার দর্শক এই ছবি দেখেছেন। নানা জায়গায় 'আরআরআর'-এর প্রশংসা হচ্ছিল।'

 


মন্তব্য


সর্বশেষ সংবাদ