ডেঙ্গুতে আরও ৩৫১ জন হাসপাতালে ভর্তি 

  ডেঙ্গুতে আরও ৩৫১ জন হাসপাতালে ভর্তি 
ডেঙ্গুতে আরও ৩৫১ জন হাসপাতালে ভর্তি   © ফাইল ফটো

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা ৫৮ হাজার ২০৯ জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। চলতি বছর ২৫৪ জনের ডেঙ্গুতে মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজধানী ঢাকাতে ১৫৫ জন, কক্সবাজারে ২৫ জন, চট্টগ্রামে ৩৩ জন, বরিশালে ১১ জন, খুলনায় ৮ জন, ময়মনসিংহে ৬ জন, রাজশাহীতে ৫ জন, নড়াইলে ২ জন আর একজন করে নরসিংদি, কুষ্টিয়া, পাবনা, বাগেরহাট, খাগড়াছড়ি, বগুড়া, মাদারীপুর ও ফেনীতে মৃত্যু হয়েছে। 

ঢাকার বাইরের ২০ হাজার ৩২৩ জনসহ ভর্তি রোগীদের ৫৬ হাজার ২৪৫ জন ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৭১০ জন।


মন্তব্য


সর্বশেষ সংবাদ