নিষেধাজ্ঞা উঠে গেছে, ২বছর পরে ফেসবুক-ইন্সটায় ফিরছেন ট্রাম্প

আন্তর্জাতিক
ফেসবুক-ইন্সটায় ফিরছেন ট্রাম্প  © ফাইল ফটো

টানা দু'বছর পর আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের উপর থেকে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিল ফেসবুক ও ইন্সটাগ্রামের প্রধান প্রতিষ্ঠান মেটা। আজ থেকে তিনি চাইলে ফেসবুক ও ইন্সটাগ্রামে আবার নিয়মিত হতে পারেন। তবে তা মেটার সামাজিক নিয়ম নীতি মেনে।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাবার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জনগণের মাঝে নানা ধরণের বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। তাঁর সমর্থকরা সেসময় ক্ষোভে ফেটে পড়ে এবং ২০২১ সালে আমেরিকার ক্যাপিটাল হিলে আক্রমণ করে। ঘটনার পর অনির্দিষ্ট কালের জন্য সামাজিক মাধ্যম থেকে তাঁকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

এর আগে নভেম্বরে, টুইটারের মালিক ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্টের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন, একটি পোল চালানোর পরে যেখানে ব্যবহারকারীরা এই পদক্ষেপকে সমর্থন করেছিল। তবে তিনি এখনও টুইটারে ফিরে আসেননি। তিনি সেসময় বলেছিলেন: আমি এর কোনও কারণ দেখতে পাচ্ছি না। টুইটারের মতো ফেসবুক ও ইন্সটাগ্রামকে তিনি বর্জন করবেন নাকি এই দুটি মাধ্যমে তিনি আবার ফিরে আসবেন সেটাই এখন দেখার বিষয়।


মন্তব্য