বিশ্বের চতুর্থ শীর্ষ ধনীর তালিকা থেকে শীর্ষ দশেও নেই আদানী

আদানি
  © সংগৃহীত

বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী ব্যক্তি ছিলেন গৌতম আদানি। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ রিসার্চের "নির্ভর স্টক ম্যানিপুলেশন এবং অ্যাকাউন্টিং জালিয়াতি" প্রতিবেদনের পর ধস চলছে আদানি সাম্রাজ্যে। এরই মধ্যে শেয়ার বাজারেই আদানি গ্রুপের খোয়া গেছে ৭০ বিলিয়ন ডলারের বেশি।

এর প্রভাবে বিশ্বের শীর্ষ ১০ ধনকুবেরের তালিকা থেকে বাদ পড়েছেন আদানি। এই ধস অব্যাহত থাকলে এশিয়ার শীর্ষ ধনীর তালিকা থেকেও খুব শীঘ্রই বাদ পড়তে পারেন তিনি।

ভারতীয় টাইকুন ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সে চতুর্থ শীর্ষ ধ্বনীর তালিকা থেকে ১১তম স্থানে নেমে এসেছে। মাত্র তিন দিনে ৩৪ বিলিয়ন ডলারের ব্যক্তিগত সম্পদ খুইয়েছে আদানি। ২০২২ সালে আদানির ব্যক্তিগত বার্ষিক আয় ছিল ৪০ বিলিয়ন ডলার। চলতি বছরের জানুয়ারি মাসেই ব্যক্তিগত সম্পদ থেকেই ৩৬ বিলিয়ন ডলার খুইয়েছেন তিনি।

তবে এখনো রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানির চেয়ে একধাপ উপরে আছেন আদানি। আম্বানি বিশ্ব ধনীর তালিকায় আছেন ১২ নম্বরে। বর্তমান আদানির মোট সম্পত্তির পরিমাণ ৮৪.৪ বিলিয়ন ডলার, অন্যদিকে আম্বানির মোট সম্পত্তির পরিমাণ ৮২.২ বিলিয়ন ডলার।

বিলিয়নেয়ার্স ইনডেক্সে আদানি এখন মেক্সিকোর কার্লোস স্লিম, গুগলের সহ-প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন এবং মাইক্রোসফটের প্রাক্তন সিইও স্টিভ বালমারের নিচে।

সূত্র: ডিডব্লিউ


মন্তব্য