তুরস্কের ভূমিকম্পে ধ্বংসস্তুপ থেকে ২২ মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশী উদ্ধারকর্মীরা

তুরস্ক
বাংলাদেশ বাহিনীর উদ্ধার তৎপরতায়   © সংগৃহীত

সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত ২২টি মরদেহ উদ্ধার করেছে দেশটিতে অবস্থান করা বাংলাদেশ সেনাবাহিনীর সম্মিলিত উদ্ধারকারী দল।

স্থানীয় সময় বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটা পর্যন্ত এ কার্যক্রমে এই ২২ মরদের উদ্ধার করা হয়। এ সময় জীবিত একজনকে উদ্ধার করতে সমর্থ হন বাংলাদেশের সেনারা।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ায় ৭.৮ ও ৭.৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর দুই দেশে এখন পর্যন্ত ৪২ হাজারের মতো মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শত শত বাড়ি। অন্য, বস্ত্র, খাদ্য, বাসস্থানের অভাবে করুণ দিন পার করছেন লাখ লাখ মানুষ। এসব এলাকায় বসবাসরত মানুষের দুর্দশা ও করুণ চিত্রসহ নানান খবর সামনে আসছে।

শুধু সিরিয়ায় ৯০ লক্ষের মতো মানুষ আক্রান্ত হয়েছে। তুরস্কে আক্রান্ত হয়েছে এর কিছু কম। এ দুই দেশের সরকারপ্রধান বিশ্ববাসীর কাছে সাহায্যের আবেদন করেছে। আবেদনে সাড়া দিয়ে বিভিন্ন দেশ ইতোমধ্যে সাহায্য পাঠিয়েছে। 

যদিও তুরস্কে উদ্ধার তৎপরতা নিয়ে এরদোয়ান সরকারের প্রতি ক্ষোভ জানিয়েছে ভুক্তভোগী অনেকেই। 


মন্তব্য