তুরস্কে ফের ভূমিকম্প

তুরস্ক
তুরস্কের ভূমিকম্পে বিধ্বস্ত ভবন  © রয়টার্স

তুরস্কের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) অনুভূত হওয়া ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫ মাত্রার। 

ইউরোপিয়ান-মেডিটেরিনিয়ান সিমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

ইএমএসসি জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল পাঁচ দশমিক পাঁচ। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পের উৎপত্তিস্থলের কোনো তথ্য জানায়নি সংবাদ সংস্থাটি। এমনকি হতাহতের বিষয় নিয়ে কোনো তথ্য জানা যায়নি।

উল্লেখ্য, এর আগে গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়া সীমান্তে ৭.৮ ও ৭.৬ মাত্রার বিধ্বংসী ভূমিকম্প হয়। শতাব্দীর ভয়বহ এ ভূমিকম্পে ৫০ হাজারের অধিক লোক মারা গেছে। এর পর থেকে কয়েক হাজার আফটার শক হয়। এছাড়া তুরস্কে ২১ ফেব্রুয়ারি দুই দফায় কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়। এতে ৬ জন প্রাণ হারান। এরপর আজ এই ভূমিকম্প। তবে আজকের ভূমিকম্পে হতাহতের কোনো খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।


মন্তব্য


সর্বশেষ সংবাদ