এবার ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো

ভূমিকম্প
মেক্সিকোর ওক্সাকা অঞ্চল  © ফাইল ফটো

মেক্সিকোর ওক্সাকা অঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে । ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার (৬.২১ মাইল)।

গতকাল বুধবার (১ মার্চ) ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এ ভূমিকম্পের খবর জানিয়েছে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ওক্সাকা রাজ্যের ইউনিয়ন হিডালগো শহরের ৪৯ কিলোমিটার (৩০ মাইল) দক্ষিণ-পূর্বে, পরিষেবাটি জানিয়েছে।

তাৎক্ষণিকভাবে হতাহতের বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগে মঙ্গলবার ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে আফগানিস্তানে। এতে বলা হয়েছে— মঙ্গলবার ভোর ৪টা ৫ মিনিটে আফগানিস্তানে মাঝারি ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটি মাটির ১০ কিলোমিটার গভীরে হয় বলে জানিয়েছে ভারতীয় ভূমিকম্পবিদ্যা সংস্থা।

এছাড়া গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ায় শতাব্দীর ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়। এতে দু’দেশে মৃতের সংখ্যা ৫২ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে আরো এক লক্ষের কাছাকাছি মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় এক কোটি মানুষ।

সূত্র: রয়টার্স, আনাদোলু এজেন্সি

 


মন্তব্য