ভূমিকম্পের জন্য দায়ী সমকামীরা: ইহুদি ধর্মপ্রধান

ভূমিকম্প
ইহুদিদের প্রধান রাব্বি শ্লোমো আমর  © জেরুজালেম পোস্ট

ভূমিকম্পের জন্য সমকামীদের দায়ী করেছেন জেরুজালেমের সেফার্ডিক ইহুদিদের প্রধান রাব্বি শ্লোমো আমর। তিনি তার সাপ্তাহিক ভাষণে অনুসারীদের উদ্দেশ্যে এই বার্তা দেন। তার মতে, সম্প্রতি ইসরায়েলে ঘটা সব ভূমিকম্পের জন্য সরাসরি দায়ী সমকামীদের অধিকার ও স্বাধীনতা বৃদ্ধি। খবর জেরুজালেম পোস্টের।

ইহুদিদের পবিত্র গ্রন্থ তালমুদ থেকে একটি অনুচ্ছেদ ব্যবহার করে সাবেক ইসরায়েল সেফার্ডিক ইহুদিদের প্রধান রাব্বি তার সাপ্তাহিক ভাষণে বলেন, তুরস্ক এবং সিরিয়ায় বিধ্বংসী ভূমিকম্পের পর ইসরায়েলে যে ভূমিকম্প আঘাত হেনেছে তার জন্য দায়ী ইসরায়েলে সমকামী বিবাহ বৃদ্ধি।

তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন স্থানে সম্প্রতি যে ছোট বড় ভূমিকম্প হচ্ছে তার আসল কারণ, সমকামীদের স্বাধীনতা দেয়া।’

অমর আরও বলেন, সমকামী লোকেরা ধর্মীয় ইহুদি হতে পারে না। সমকামিতাকে "একটি বন্য লালসা যা কাটিয়ে উঠতে হবে" বলে অভিহিত করেছেন তিনি। জেরুজালেম সমকামীদের গর্ব মিছিল সম্পর্কে "প্রাণি এবং বন্য জন্তুরাও এমন আচরণ করে না" বলে মন্তব্য করেছেন।

এর আগেও সমকামীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিলেন আমর। ২০১৬ সালে এক বিবৃতিতে সমকামীদেরকে ‘ঘৃণিত দল’ বলে আখ্যায়িত করেছিলেন তিনি। ইহুদীদের এই ধর্মগুরু তখন জোর দিয়ে বলেছিলেন, ইহুদি আইন অনুসারে সমকামীদের মৃত্যুদণ্ড হওয়া উচিত।

সূত্র: দ্য জেরুজালেম পোস্ট


মন্তব্য