পতন হচ্ছে মার্কিন ডলারের!

ডলার
মার্কিন ডলার  © ফাইল ফটো

হঠাৎ করে সিলিকন ভ্যালি ব্যাংক বন্ধ হয়ে যাওয়ায় মার্কিন ডলারের দরপতন শুরু হয়েছে। তবে নেতিবাচক প্রভাব নিয়ন্ত্রণে পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। এতে বিনিয়োগকারীরা আশা করছেন, নমনীয় মুদ্রানীতি গ্রহণ করবে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। ফলে মার্কিন মুদ্রার অবনমন ঘটছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, সোমবার (১৩ মার্চ) বেশ কয়েকটি ব্যবস্থা ঘোষণা করেছে মার্কিন সরকার। তারা জানিয়েছে, এদিন থেকে নিজেদের আমানতে প্রবেশাধিকার পাবেন গ্রাহকরা। 

পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক প্রধান ৬ মুদ্রার বিপরীতে ডলার সূচক নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ১৫৩ শতাংশ। বর্তমানে তা ১০৪ দশমিক ০৮০ পয়েন্টে অবস্থান করছে। তাতে জাপানের মুদ্রা ইয়েন শক্তিশালী হয়েছে শূন্য দশমিক ৩৪ শতাংশ। প্রতি ডলারের মূল্য স্থির হয়েছে ১৩৪ দশমিক ৫২ ইয়েনে। চলতি মাসে যা সর্বোচ্চ। ফলে নিরাপদ আশ্রয় এশিয়ার মুদ্রায় বিনিয়োগে ঝুঁকছেন ব্যবসায়ীরা।

ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রধান মুদ্রা ইউরোর মান বেড়েছে শূন্য দশমিক ৪৪ শতাংশ। ইউরোপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ১ দশমিক ০৬৯ ডলারে। একই দিনে ব্রিটেনের কারেন্সি স্টার্লিংয়ের বিনিময় হার বৃদ্ধি পেয়েছে শূন্য ৪৭ শতাংশ। এক স্টার্লিং বিক্রি হচ্ছে ১ দশমিক ২০৮৫ ডলারে।

কমনওয়েলথ ব্যাংক অব অস্ট্রেলিয়ার মুদ্রা কৌশলবিদ ক্যারোল কঙ বলেন, ফেড মনে করছে; মূল্যস্ফীতি এখনো কমেনি। ফলে সুদের হার বাড়াবে ফেড। তবে সেটা কম হতে পারে। আগে ভাবা হচ্ছিল, ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করবে। কিন্তু তা হতে পারে ২৫। সূত্র: চ্যানেল ২৪


মন্তব্য


সর্বশেষ সংবাদ