গাজা-লেবাননের পর সিরিয়ায় ইসরায়েলের হামলা

সিরিয়া
  © ফাইল ফটো

এবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইসরায়েল ও সিরিয়ার মধ্যে। সিরিয়ার ওপর কামান হামলা চালিয়েছে ইসরায়েল।

রোববার (৯ এপ্রিল) ভোরের দিকে ইসরায়েলি সামরিক বাহিনী এ হামলা শুরু করে বলে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

সিরীয় ভূখণ্ড থেকে ইসরায়েলের দিকে রকেট ছোড়ার জবাবেই সিরিয়ায় এই পাল্টা কামান নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী। লেবানন, গাজা, অধিকৃত পূর্ব জেরুজালেন ও পশ্চিম তীরে ক্রমবর্ধমান সহিংসতার মধ্যেই সিরিয়ায় এ হামলা চালালো দখলদার ইসরায়েল।

তবে এ হামলার বিষয়ে সিরিয়া সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, রোববার (৯ এপ্রিল) ভোরে সিরিয়ার ভূখণ্ড থেকে দুই দফায় ইসরায়েলের উদ্দেশ্যে রকেট হামলা চালানো হয়। প্রথম দফায় ছোড়া তিনটি রকেটের একটি ইসরায়েলি অধিকৃত গোলান উপত্যকায় গিয়ে পড়ে। দ্বিতীয় দফায়ও তিনটি রকেট ছোড়া হয়। এর জেরে উত্তর ইসরায়েলে সতর্কতা সাইরেন বেজে ওঠে। তবে এতে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।

এরই প্রেক্ষিতে সিরিয়ায় রকেট হামলার বিরুদ্ধে কামান এবং একটি ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

এদিকে লেবানন ভিত্তিক আল-মায়াদিন টিভি জানিয়েছে, সিরীয় ভূখণ্ড থেকে ইসরায়েলে রকেট হামলার দায় স্বীকার করেছে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলনের সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেড।


মন্তব্য


সর্বশেষ সংবাদ