অবিলম্বে আফগানিস্তানের নারীদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে জি-৭ এর আহ্বান

জি-৭
  © সংগৃৃহীত

জি সেভেন ভুক্ত দেশের পররাষ্ট্র মন্ত্রীরা আফগানিস্তানের জাতিসংঘ ও বেসরকারি সংস্থাসমূহে কাজ করা নারীদের ওপর থেকে নিষেধাজ্ঞা অবিলম্বে তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন।

জাপানে দুইদিনের বৈঠক শেষে এক বিবৃতিতে মঙ্গলবার শীর্ষ কূটনীতিকেরা বলেছেন, ‘আমরা জাতিসংঘ ও বেসরকারি সংস্থাসমূহে কাজ করা নারীদের ওপর থেকে নিষেধাজ্ঞা জারির অগ্রহণযোগ্য সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের আহ্বান জানাচ্ছি।’

এছাড়া এ গ্রুপ নারী ও শিশুদের পদ্ধতিগতভাবে মানবাধিকার লংঘন এবং জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর বৈষম্যের জন্যে তালেবানের সমালোচনা করেছে।

উল্লেখ্য, তালেবান গত ডিসেম্বরে জাতিসংঘসহ বেসরকারি সংস্থা সমূহে নারীদের কাজ করার ওপর নিষেধাজ্ঞা জারি করে। এ সিদ্ধান্ত আন্তর্জাতিকভাবে তীব্র সমালোচিত হয়।


মন্তব্য


সর্বশেষ সংবাদ