একই সময়ে শত্রুর ২ গোয়েন্দা বিমান হ্যাক করেছে ইরান

ইরান
ইরানের ইলেকট্রনিক যুদ্ধ মহড়ার কিছু পুরোনো ছবি  © পার্স টুডে

সীমান্তের কাছে একই সময়ে শত্রুর দু'টি গোয়েন্দা বিমান হ্যাক করেছে ইরান। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ইলেকট্রনিক কোম্পানি 'সা ইরান' আজ (সোমবার) এ তথ্য জানিয়েছে।

কোম্পানির প্রধান রিয়ার অ্যাডমিরাল আমির রাস্তেগারি বলেছেন, ইরানের ইলেকট্রনিক ওয়ার সরঞ্জামের মাধ্যমে বিমান দু'টিকে হ্যাক করা হয়েছে। শত্রুর বিমান দু'টি এ সময় ইরানের আকাশসীমার খুব কাছে অবস্থান করছিল।

তিনি আরও বলেছেন, ইলেকট্রনিক যুদ্ধে ইরান সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আসছে। শত্রুর সব ধরণের ইলেকট্রো-ম্যাগনেটিক তরঙ্গ মনিটর করার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সক্ষমতা তেহরানের রয়েছে।

আমির রাস্তেগারি আরও বলেন, দেশের নিরাপত্তা বিশেষকরে দেশের আকাশসীমা রক্ষায় বহু বছর ধরেই ইলেকট্রনিক যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইরান। এ পর্যন্ত যারাই ইরানের শক্তি ও সক্ষমতা পরীক্ষা করতে এসেছে তারাই বিষয়টি বুঝতে পেরেছে।

'সা ইরান' কোম্পানির প্রধানের মতে, কয়েকশ' কিলোমিটার দূরে অবস্থানকারী শত্রুর যেকোনো সরঞ্জামে বিঘ্ন সৃষ্টির সক্ষমতা ইরানের সশস্ত্র বাহিনীর রয়েছে। সূত্র: পার্স টুডে


মন্তব্য