ফিলিস্তিনে অস্ত্রপাচারের অভিযোগে জর্ডানের এমপিকে গ্রেপ্তার করেছে ইসরায়েল

জর্ডান এমপি
গ্রেপ্তার হওয়া জর্ডানের এমপি ইমাদ আল-আদওয়ান  © বিএনএন

জর্ডানি পার্লামেন্টের এক সংসদ সদস্যকে (এমপি) গ্রেফতার করেছে দখলদার ইসরাইল। তার বিরুদ্ধে অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে অস্ত্রপাচারের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। 

জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আটক জর্ডানি এমপির নাম ইমাদ আল-আদওয়ান। শনিবার রাতে তাকে আটক করা হয়। 

জর্ডানের আম্মান বার্তা সংস্থা জানিয়েছে, আলেনবি সেতু পার হওয়ার সময় তাকে আটক করা হয়। 

ইসরাইলি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এ সংক্রান্ত ভিডিওতে কর্তৃপক্ষ দাবি করেছে, জর্ডানি এমপির কাছ থেকে ১২টি মেশিন গান এবং ২৭০টি অন্যান্য ধরনের আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। তবে এই বিষয়ে ইসরাইল সরাসরি কোনো মন্তব্য করেনি।

জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, তারা যত দ্রুত সম্ভব বিষয়টি সমাধানের চেষ্টা করছেন।

ইসরাইলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, অস্ত্রগুলো কাদের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল কিংবা এর আগেও জর্ডানি এমপি এমন কাজ করেছেন কি না- তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে দেশটির গোয়েন্দা সংস্থা শিন বেত।


মন্তব্য


সর্বশেষ সংবাদ