সিরিয়ায় ফের ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা: ১ সেনা নিহত, আহত ৫

সিরিয়া
আলেপ্পো বিমানবন্দরের কার্যক্রম স্থগিত  © পার্স টুডে

ইহুদিবাদী ইসরাইল আবারও সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর আলেপ্পোয় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ হামলায় একজন সিরিয় সেনা নিহত ও ৫ সেনা আহত হয়েছে। দুই  বেসামরিক ব্যক্তিও এ হামলায় আহত হয়েছে।

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, গতকাল সোমবার শেষ বেলায় রাত প্রায় ১১টা ৩৫ মিনিটের দিকে আলেপ্পো বিমানবন্দর ও আলেপ্পো শহরের আরো কয়েকটি স্থান লক্ষ্য করে কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরাইল। এ হামলার ফলে আলেপ্পো বিমানবন্দরের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। সিরিয়ার আকাশ প্রতিরক্ষা-ব্যবস্থা বেশিরভাগ ইসরাইলি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে।  

ইসরাইল প্রায়ই সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। সিরিয়ায় আসাদ সরকারের বিরুদ্ধে সন্ত্রাসী তৎপরতায় জড়িত গ্রুপগুলো পরাজিত বা কোণঠাসা হয়ে যাওয়ায় ইসরাইল ওইসব গোষ্ঠীর মনোবল চাঙ্গা করতে এ ধরনের হামলা চালিয়ে আসছে। সিরিয়া এসব হামলার বিরুদ্ধে জাতিসংঘে প্রতিবাদ জানিয়ে আসলেও জাতিসংঘ ইসরাইলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না।

সূত্র: পার্স টুডে


মন্তব্য