ইমরান খানকে গ্রেপ্তারে ক্ষুব্ধ ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি

ইমরান খান
ইসলামাবাদ হাইকোর্ট (ইনসেটে ইমরান খান)  © ফাইল ছবি

আদালতে হাজিরা দেওয়ার সময় আদালতের বাইরে থেকে হঠাৎ করেই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী রেঞ্জার্স। মামলার শুনানিতে অংশ নিতে ইসলামাবাদ হাইকোর্টে যাচ্ছিলেন ইমরান। 

এই ঘটনায় ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমের ফারুক বেজায় চটেছেন। তিনি ইসলামাবাদের পুলিশ প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলকে ১৫ মিনিটের মধ্যে আদালতে হাজির হতে বলেছেন। 

প্রধান বিচারপতি আমের সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি ইসলামাবাদের পুলিশ প্রধান আদালতে হাজির না হন তবে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীকে তলব করবেন। 

ওই বিচারপতি বলেছেন, ‘আদালতে আসুন এবং বলুন কেন ইমরান খানকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে।’

তবে এ বিষয়ে ক্ষমতাসীন সরকার ও ইসলাবাদ প্রশাসনের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি। সূত্র: ডন


মন্তব্য


সর্বশেষ সংবাদ