বসফরাস সাগরে রুশ যুদ্ধজাহাজের ওপর হামলা চালিয়েছে ইউক্রেনের সি ড্রোন
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ২৫ মে ২০২৩, ০২:৩৫ PM , আপডেট: ২৫ মে ২০২৩, ০২:৩৫ PM

বসফরাস সাগরে টহলরত রাশিয়ার যুদ্ধজাহাজ ইভান চার্সের ওপর ইউক্রেনের তিনটি সি ড্রোন হামলা চালিয়েছে তবে সবগুলো ড্রোনই রাশিয়া সেনারা ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল (বুধবার) জানিয়েছে, সকালের দিকে এসব ড্রোন রাশিয়ার জাহাজ লক্ষ্য করে হামলা চালায়। তুরস্কের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে এই ঘটনা ঘটে বলে জানান রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর কোনাশেংকভ।
তিনি জানান, রুশ যুদ্ধজাহাজটি বসফরাস সাগরের ওই এলাকায় তুর্ক স্ট্রিম এবং ব্লু স্ট্রিম গ্যাস পাইপ লাইনের নিরাপত্তা রক্ষায় টহল দিচ্ছিল। গত বছরের সেপ্টেম্বর মাসে নর্ডস্ট্রিম পাইপলাইনের ওপর হামলার পর রাশিয়া এ দুটি পাইপ লাইনের নিরাপত্তা রক্ষায় টহল দল নিয়োগ করেছে।
জেনারেল কোনাশেংকভ বলেন, রুশ যুদ্ধজাহাজে যেসব গোলাবারুদ ছিল তা ব্যবহার করে তিনটি সি ড্রোন ধ্বংস করা হয়েছে। রাশিয়ার সামরিক বাহিনী এ সংক্রান্ত একটি ফুটেজ সামাজিক মাধ্যমে শেয়ার করেছে।-পার্স টুডে