ফিলিস্তিনিদের প্রতি সমর্থন অব্যাহত থাকবে: এরদোয়ান

এরদোগান
হামাস নেতা ইসমাইল হানিয়া ও তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান  © ফাইল ছবি

ফিলিস্তিনিদের প্রতি সমর্থন অব্যাহত রাখার ওপর জোর দিয়েছেন রজব তাইয়্যেব এরদোয়ান।

তুরস্কের নবনির্বাচিত প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানকে অভিনন্দন জানাতে টেলিফোন করেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এর রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া। দুই নেতা কথা বলার সময় ফিলিস্তিনিদের প্রতি সমর্থন অব্যাহত রাখার ওপর জোর দেন এরদোয়ান।

ফোনালাপকালে হানিয়া বলেন, আমি নিশ্চিত যে ফিলিস্তিনি জাতির প্রতি এবং তাদের বৈধ অধিকারের প্রতি তুরস্কের প্রেসিডেন্টের দৃঢ় অবস্থান আগের মতোই অব্যাহত থাকবে।

এরদোয়ানও টেলিফোনে আলাপকালে ইসমাইল হানিয়াকে ধন্যবাদ জানান। তিনি বলেন,  ফিলিস্তিনি ভাইদের প্রতি এবং তাদের অধিকারের প্রতি তাঁর সমর্থন অব্যাহত থাকবে। 

উল্লেখ্য, গত ২৮ মে তুরস্কে দ্বিতীয় দফার পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে সুপ্রিম ইলেকশন কাউন্সিল প্রাথমিক ফলাফলের ভিত্তিতে এরদোয়ানকে বিজয়ী ঘোষণা করে। ৯৯.৪৪ শতাংশ ভোট গণনা করে দেখা যায় এরদোগান ৫২.১৪ শতাংশ ভোট পায়। সেখানে বিরোধী দলীয় প্রার্থী কামাল কিলিকদারোগ্লু পায় ৪৭.৮৬ শতাংশ ভোট।


মন্তব্য


সর্বশেষ সংবাদ