আলাস্কা উপদ্বীপে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ১৭ জুলাই ২০২৩, ১২:২৪ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৩, ১২:২৪ PM

যুক্তরাষ্ট্রের আলাস্কা উপদ্বীপে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল সাত দশমিক দুই। দেশটির স্থানীয় সময় শনিবার (১৫ জুলাই) আঘাত হানা প্রাকৃতিক দুর্যোগের পর সেখানে সুনামির সতর্কতা জারি করা হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউজিএস) বরাতে এ তথ্য জানিয়েছে ফরাসি সংবাদ সংস্থা এএফপি।
প্রতিবেদনে গণমাধ্যমটি জানিয়েছে, প্রথমে ভূমিকম্পটির মাত্রা সাত দশমিক চার বলে জানিয়েছিল ইউএসজিএস। তবে, পরে গিয়ে মাত্রা কমায় সংস্থাটি।
ইউএসজিএস বলছে, শনিবার রাত ১০টা ৪৮ মিনিটে স্যান্ড পয়েন্টের ছোট শহর থেকে ৫৫ মাইল (৮৯ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে অগভীরে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের পরেই জাতীয় সুনামি সতর্কীকরণকেন্দ্র, দক্ষিণ আলাস্কা ও আলাস্কা উপদ্বীপের জন্য সুনামির সতকর্তা জারি করে। তবে, পরে গিয়ে সেই সতকর্তা সরিয়ে নেওয়া হয়।
সংস্থাটি আরও জানিয়েছে, ভূমিকম্পের পর স্যান্ড পয়েন্ট ও কিং কোভ শহরে বিচে জোয়ারের পানির উচ্চতা বেড়ে যায়। স্বাভাবিক সময়ের তুলনায় জোয়ারের উচ্চতা বাড়ে ছয় ইঞ্চি বা ১৫ সেন্টিমিটার।
প্যাসিফিক রিং অফ ফায়ারে অবস্থান আলাস্কার। প্রায়শ এই অঞ্চলে ভূমিকম্প আঘাত হানে। ১৯৬৪ সালের মার্চে আলাস্কায় নয় দশমিক দুই মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল, যা উত্তর আরেমিকার ইতিহাসের সর্বোচ্চ। ওই ভূমিকম্পে সৃষ্ট সুনামিতে ২৫০ জন লোক প্রাণ হারিয়েছিল।