অবশেষে ৩৮ বছর পর ক্ষমতা ছাড়লেন কম্বোডিয়ার স্বৈরশাসক হুন সেন
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ০৮ আগস্ট ২০২৩, ১২:১০ PM , আপডেট: ০৮ আগস্ট ২০২৩, ১২:১৫ PM

অবশেষে প্রধানমন্ত্রীর ক্ষমতা ছাড়লেন কম্বোডিয়ার ‘গণতান্ত্রিক মডেলের’ স্বৈরশাসক হুন সেন। নির্বাচনের পর ছেলে হুন মানেটের হাতে ক্ষমতা তুলে দিলেন। হুন সেনের অনুরোধেই এদিন হুন মানেটের নিয়োগ অনুমোদন দিয়ে আদেশ (ডিক্রি) জারি করেন দেশটির রাজা নরোদম সিহামোনি। এর ফলে কম্বোডিয়ার পরবর্তী নেতা হলেন ৪৫ বছর বয়সি হুন মানেট। তবে তার আগে মানেটকে সংসদে আস্থা ভোটে জিততে হবে। ২২ আগস্ট ভোট হওয়ার কথা রয়েছে।
রাজার এই ডিক্রির মাধ্যমে ৩৮ বছর দেশ শাসন করে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে গেলেন এশিয়ার সবচেয়ে দীর্ঘমেয়াদি শাসক হুন সেন। ছেলেকে প্রধানমন্ত্রী নিযুক্ত করে রাজার ডিক্রি জারির খবর হুন সেন নিজেই তার টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করেছেন। সাবেক খেমার রুজ নেতা হুন সেন ১৯৮৫ সাল থেকে কম্বোডিয়া শাসন করেছেন।
গত মাসে অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভের পর তিনি রাজনীতি থেকে অবসরে গিয়ে বড় ছেলের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। ওই নির্বাচনে হুন সেনের কম্বোডিয়ান পিপলস পার্টি (সিপিপি) সংসদের নিম্নকক্ষের ১২৫টি আসনের মধ্যে ১২০টি আসনে জয়লাভ করে। বিরোধী দল ক্যান্ডেললাইট পার্টিকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি।
নির্বাচনকে প্রতারণা বলে উল্লেখ করে কম্বোডিয়ায় কিছু ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে বিদেশি কিছু সহায়তা কর্মসূচি স্থগিত করা হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেন, কম্বোডিয়ার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। প্রধানমন্ত্রী হুন সেনের সিপিপি দলের কোনো শক্ত বিরোধী দল নির্বাচনে ছিল না। ক্ষমতায় থাকাকালে হুন সেন বিরোধী দলের ওপর নিষেধাজ্ঞা দেন। তাকে চ্যালেঞ্জ জানাতে পারেন এমন ব্যক্তিদের দেশ ছাড়তে বাধ্য করেছেন ।
সুত্রঃ এফপি, সিএনএন, রয়টার্স।