প্রতি তিনজনে একজন ইসরায়েল ছাড়তে চায়: প্রতিবেদন
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ১৮ আগস্ট ২০২৩, ০৮:২৩ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৩, ০৮:২৩ PM

বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিচার ব্যবস্থা সংস্কারের প্রতিবাদে গত কয়েক মাস ধরে বিক্ষোভে উত্তাল ইসরায়েল। এর মধ্যেই এক জরিপে দেখা গেছে, ইসরায়েল ছেড়ে যাওয়ার চিন্তাভাবনা করছেন প্রতি তিনজনে একজন।
বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। অনেকের সঙ্গে কথা বলে প্রতিবেদনটি তৈরি করেছে বিবিসি।
ইসরায়েল ছাড়তে চান এমন একজন হলেন, চিকিৎসক অধ্যাপক চেন হফম্যান। গত শনিবার রাতে রাজধানী তেল আবিবের কেন্দ্রস্থলে হওয়া বিক্ষোভ অংশ নিয়ে এই চিকিৎসক নিজের অনুভূতি জানান। তিনি বলেন, ‘রাস্তায় নেমে বিক্ষোভ করা আমাদের স্বভাব না। কিন্তু আমরা তা করতে বাধ্য হচ্ছি। আমরা আমাদের দেশকে হারিয়ে ফেলতে যাচ্ছি বলে মনে হয়।’
বিদেশে যেতে চাওয়ার বিষয়ে হফম্যান বলেন, ‘আমি ছুটি নিয়ে লন্ডন যাচ্ছি। গিয়ে দেখতে চাই, বিদেশে থাকতে পারব কিনা। যদি ইসরায়েলে পরিস্থিতি বেশি খারাপ হয়, তাহলে বসবাসের জন্য নতুন জায়গা খুঁজে নেব।’
আরও পড়ুন:- লেবাননে আগ্রাসন চালালে ইসরাইলকে ‘প্রস্তর যুগে’ পাঠানো হবে: নাসরুল্লাহ
ইসরায়েলের একজন প্রখ্যাত রেডিওলজিস্ট এখন যুক্তরাজ্যের হাসপাতালে যোগ দেওয়ার প্রক্রিয়ায় আছেন। পরিবারের অন্য সদস্যদের যাদের ইউরোপীয় পাসপোর্ট আছে তাদেরকেও ইসরায়েল ছাড়তে বলছেন তিনি।
বিক্ষোভে অংশ নেওয়া সারা নামের একজন মা জানান, ‘আমি আমার বাচ্চাদের এমন একটি দেশে বড় করব না যেটি গণতান্ত্রিক নয়। এটি অত্যন্ত হৃদয়বিদারক।’
ইসরায়েলে বিচারব্যবস্থা সংস্কারের বিতর্কিত বিল নিয়ে গণবিক্ষোভের মধ্যেই গত ২৪ জুলাই পার্লামেন্টে আইনটি পাস হয়। ফলে কমেছে সুপ্রিম কোর্টের ক্ষমতা। এতদিন সরকারের নেওয়া কোনো পদক্ষেপ অযৌক্তিক মনে করলে ইসরায়েলের সুপ্রিম কোর্ট তা নাকচ করে দিতে পারত। কিন্ত নতুন আইনের আওতায় সুপ্রিম কোর্টের সে ক্ষমতা আর থাকছে না।
গত ২৯ ডিসেম্বর ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে আবারও শপথ নেন বেনিয়ামিন নেতানিয়াহু। এরপরই সুপ্রিম কোর্টের ক্ষমতা কমিয়ে বিচার ব্যবস্থা সংস্কারের উদ্যোগ নেন তিনি। এ বছরের জানুয়ারিতে বিচারব্যবস্থা সংস্কার পরিকল্পনার ঘোষণা করে নেতানিয়াহু সরকার। গত ১০ জুলাই পার্লামেন্টে প্রথম দফার ভোটাভুটির জন্য বিলটি তোলা হলে গৃহীত হয়। আর ২৪ জুলাই আইনে পরিণত হয় বিলটি।
আদালতের ক্ষমতা কমাতে সরকারের এমন পদক্ষেপের বিরুদ্ধে ইসরায়েলের রাজধানী তেল আবিবসহ বড় বড় শহরে স্মরণকালের সবচেয়ে বড় বিক্ষোভ হচ্ছে। কয়েক মাস ধরে চলছে এই বিক্ষোভ।