২০০ ভারতীয় বেনেই ইহুদি ইসরায়েলি সৈন্যদলে যোগ দিয়েছে
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৩, ০৮:২৪ PM , আপডেট: ০৭ নভেম্বর ২০২৩, ০৯:০৩ PM

গত ৭ অক্টোবর গাজায় ইসরায়েলে হামলার পর ২০০ জনেরও বেশি ভারতীয় ইহুদি বেনেই মেনাশে সম্প্রদায়ের সদস্যকে ইসরায়েলে সংরক্ষিত অথবা সক্রিয় যোদ্ধা হিসেবে ডাকা হয়েছে।ইসরায়েলের অলাভজনক প্রতিষ্ঠান শাভেই সোমবার এক ঘোষণার মাধ্যমে এ কথা বলেছেন। খবর টাইমস অব ইসরায়েলের।
ভারত থেকে সাম্প্রতিক অভিবাসীদের মধ্যে পঁচাত্তর জন যুদ্ধ ইউনিটে তালিকাভুক্ত হয়েছে, যেখানে ১৪০ জনকে ইসরায়েল জুড়ে রিজার্ভ পরিষেবার জন্য ডাকা হয়েছিল।
জেরুজালেমভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান শেভেই ইসরায়েলের প্রতিষ্ঠাতা মাইকেল ফ্রেউন্ড, যিনি বিশ্বব্যাপী প্রবাসী সম্প্রদায় ও ইসরায়েল রাষ্ট্রের মধ্যে সম্পর্ক জোরদার করতে কাজ করে। তারা বলছে বিনেই মেনাশে সম্প্রদায় গণ অভিবাসনের জন্য লবিং করছে। তারা মূলত ইসরায়েলের হারিয়ে যাওয়া উপজাতিগুলোর একটি থেকে এসেছে।
ফ্রেউন্ড মে মাসে দ্য জেরুজালেম পোস্টকে বলেছিলেন যে "ভারতে মোট প্রায় ৫,০০০ মেনাশে রয়ে গেছে যারা বহু বছর ধরে ইস্রায়েলে অভিবাসনের জন্য অনুরোধ করে আসছে।"
শাভেই ইসরায়েলের মতে, ভারত থেকে অভিবাসিত সমস্ত সামরিক বয়সের পুরুষদের ৯৯% হামাসের বিরুদ্ধে ইসরায়েলের লড়াইয়ে যোগ দিয়েছিল, যেখানে ৯০% মহিলা জাতীয় পরিষেবাতে নাম নথিভুক্ত করেছে।
"যুদ্ধ শুরু হওয়ার পর থেকে, শেভেই ইজরায়েল উত্তর-পূর্ব ভারতের তরুণ সম্প্রদায়ের সদস্যদের কাছ শত শত অনুরোধ পেয়েছে," ফ্রেউন্ড বলেছেন। "শুধু তাই নয় - তারা অবিলম্বে আইডিএফে যোগ দিতে বলছে তাদের ভাই ও বোনদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার জন্য।"
সূত্র: জেরুজালেম পোস্ট