গাজায় নৃশংসতার নিন্দা জানাতে জাতিসংঘকে চিঠি দিয়েছে শ্রীলঙ্কার সংসদ সদস্যরা
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৩, ০৪:৪০ PM , আপডেট: ১৪ নভেম্বর ২০২৩, ০৪:৪০ PM

জাতিসংঘের মহাসচিবকে সম্বোধন করা একটি চিঠিতে, শ্রীলঙ্কার সংসদের ২২৫ সদস্যের মধ্যে ১৫৯ জন গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সমস্ত নির্বাচিত শ্রীলঙ্কার রাজনৈতিক দলের সদস্যরা এর স্বাক্ষরকারীদের মধ্যে প্রতিনিধিত্ব করে।
চিঠিতে লেখা হয়েছে, "গাজায় ইসরায়েলের নৃশংস হামলা, সাম্প্রতিকতম সময়ে গাজার হাসপাতালে নির্বিচারে বোমা হামলা আন্তর্জাতিক আইন এবং জেনেভা কনভেনশনের অধীনে একটি যুদ্ধাপরাধের সমান, যা ন্যায়বিচারে বিশ্বাসী সকল ব্যক্তির নিন্দা করা উচিত।"
আরও পড়ুন:- ৭ অক্টোবর হামাসের হামলার কারণ জানালেন বৃটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক
এদিকে দখলদার ইসরায়েলি বাহিনী গাজার আল শিফা হাসপাতাল ঘিরে রেখেছে। যার ফলে হাসপাতালে স্তুপাকারে পড়ে আছে নিহত ফিলিস্তিনিদের মরদেহ। নিহতদের মরদেহ খুবলে খুবলে খাচ্ছে কুকুর। উপায় না পেয়ে হাসপাতালের কম্পাউন্ডেই দাফন করার প্রক্রিয়া শুরু করেছে ফিলিস্তিনিরা।
আল শিফা হাসপাতালের পর এবার গাজা শহরের আল হেলু হাসপাতাল ঘিরে রেখেছে ইসরায়েলি ট্যাংক।
আল জাজিরার একজন সংবাদদাতা রিপোর্ট করেছেন যে, ইসরায়েলি ট্যাঙ্ক গাজা শহরের আল হেলো ইন্টারন্যাশনাল হাসপাতালে ১০০ জনেরও বেশি রোগী এবং চিকিৎসা কর্মীদের ঘিরে রেখেছে।
এর প্রশাসনিক পরিচালক ইসরায়েলি বাহিনীকে নিরাপদ রুট দেওয়ার আহ্বান জানিয়েছে, যাতে রোগীদেরকে জরুরিভাবে সরিয়ে নেওয়া যায়।