গাজার পার্লামেন্ট ভবন গুড়িয়ে দিয়েছে দখলদার ইসরায়ল

ইসরায়েল
গাজার পার্লামেন্ট ভবন গুড়িয়ে দিয়েছে ইসরায়েল  © বিএনএন

ইসরায়েলি নৃশংসতা অব্যাহত রয়েছে অবরুদ্ধ গাজায়। নির্বিচারে বোমা বর্ষণ জারি রেখেছে দখলদার দেশটি। এবার গাজার পার্লামেন্ট গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজায় অবস্থিত হামাসের পার্লামেন্ট ভবনকে গুঁড়িয়ে দিয়েছে। 

গতকাল বুধবার (১৫ নভেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, বুধবার তারা এক বিস্ফোরণের মাধ্যমে হামাসের পার্লামেন্ট ভবন গুঁড়িয়ে দিয়েছে।

আরও পড়ুন:- আল শিফা হাসপাতালে অস্ত্র পাওয়ার ইসরায়েলি দাবির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে

এর আগে এএফপি জানায়, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার পার্লামেন্ট ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠান নিজেদের দখলে নেওয়ার দাবি করে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েল ও হামাসের যুদ্ধ শুরুর এক মাসের বেশি সময় পর মঙ্গলবার (১৪ নভেম্বর) এমন দাবি করল তেলআবিব।

মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গাজার ক্ষমতাসীন হামাসের পার্লামেন্ট, সরকারি ভবন, পুলিশের সদর দপ্তর ও একটি প্রকৌশল ভবন দখল করেছে ইসরায়েলি সেনারা। এই প্রকৌশল ভবনটি অস্ত্র উৎপাদন ও উন্নয়নে ব্যবহৃত হয়ে আসছিল।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, হামাসের এ পার্লামেন্ট ভবনটি সপ্তম আর্মড ব্রিগেড ও গোলানি পদাতিক ব্রিগেড দখলে নেয়।

আরও পড়ুন:- মধ্য গাজার মসজিদে ইসরায়েলি বিমান হামলায় ‘৫০ জন নিহত’

এদিকে এবার ইসরায়েলকে সরাসরি ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বলে অভিহিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, ইসরায়েল গাজায় যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। বুধবার তুরস্কের সংসদে আইনপ্রণেতাদের সঙ্গে আলাপকালে এরদোয়ান এসব কথা বলেন।

তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, হামাস কোনো ‘সন্ত্রাসী সংগঠন’ নয়। তারা ফিলিস্তিনি জনগণের দ্বারা নির্বাচিত একটি রাজনৈতিক সত্তা।

ইসরায়েলের পারমাণবিক অস্ত্র আছে কি না তা ঘোষণা করতে দেশটির প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে এরদোয়ান আরও বলেন, অধিকৃত পশ্চিম তীরে ক্রমবর্ধমান সহিংসতার সময় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ‘সন্ত্রাসী’ হিসেবে স্বীকৃতি নিশ্চিত করতে তুরস্ক আন্তর্জাতিক মঞ্চে কাজ করবে।


মন্তব্য