ফের তেহরানের স্বার্থবিরোধী কাজ করলে

ইসরায়েলকে তাৎক্ষণিক ও সর্বোচ্চ পর্যায়ে জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

ইসরায়েল
  © সংগৃহীত

ইসরায়েলকে ফের ‘সর্বোচ্চ পর্যায়ের’ জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ‘ইসরায়েল যদি তেহরানের স্বার্থবিরোধী কাজ করে, তবে ইরান এর তাৎক্ষণিক ও সর্বোচ্চ পর্যায়ের জবাব দেবে।’

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (১৯ এপ্রিল) এনবিসি নিউজকে দোভাষীর মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ‘ইসরায়েল যদি আরেকবার দুঃসাহসিকতা দেখায় ও ইরানের স্বার্থের বিরুদ্ধে কাজ করে, তবে আমাদের পরবর্তী সাড়া হবে তাৎক্ষণিক ও সর্বোচ্চ পর্যায়ের।’

শুক্রবার সকালে মার্কিন গণমাধ্যমগুলো খবর প্রকাশ করে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। তবে ইরান তা অস্বীকার করে জানায়, ক্ষেপণাস্ত্র নয় ড্রোন হামলা হলেও তা ভূপাতিত করা হয়েছে। ওই হামলার খবরের প্রতিক্রিয়ায় ইরানের মন্ত্রী এ সতর্কবাণী উচ্চারণ করেন।

তবে ইসরায়েলের হামলার খবর প্রকাশ হবার কয়েক ঘণ্টা পর একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, 'ইসরায়েলের বিরুদ্ধে অবিলম্বে প্রতিশোধ নেয়ার কোনও পরিকল্পনা নেই ইরানের।'

প্রসঙ্গত, গত ১ এপ্রিল সিরিয়ায় ইরানের কনস্যুলেটে হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের দুই কমাণ্ডার নিহত হয়। এই ঘটনার প্রতিশোধ নিতে ১৩ এপ্রিল গভীর রাতে প্রথমবারের মতো ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালায় ইরান। প্রায় তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইসলামী প্রজাতন্ত্রী ইরান। যদিও আমেরিকা, জর্ডান ও ব্রিটেন ইসরায়েলের এই হামলা প্রতিহত করতে সাহায্য করে। ইরানের ৯৯ শতাংশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্ট করা হয়েছে বলে একাধিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

এই হামলার জবাব দিতে ১৯ এপ্রিল ইরানে হামলা চালায় ইসরায়েল। 


মন্তব্য