ইরানের প্রেসিডেন্টকে পাকিস্তানের লাল গালিচা সংবর্ধনা

পাকিস্তান
  © সংগৃহীত

দুই প্রতিবেশি দেশ ইরান ও পাকিস্তান। তবে দেশ দুটোর মধ্যে সময়ে-অসময়ে বেড়ে যায় রাজনৈতিক অস্থিরতা। তবে আপাতত সবকিছু ভুলে তিন দিনের কূটনৈতিক সফরে পাকিস্তানে গিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। আজ সোমবার (২২ এপ্রিল) সকালে ইরানি প্রেসিডেন্ট ইসলামাবাদ পৌঁছান। সেখানে ইরানি প্রেসিডেন্টকে লাল গালিচা সংবর্ধনা দিয়েছে পাকিস্তান।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় নির্বাচনের পর প্রথম কোনও বিদেশি নেতা পাকিস্তান সফরে এলেন। সফরকালে ইব্রাহিম রাইসি একটি উচ্চ-পদস্থ রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বলে জানা গেছে।

জিও নিউজ আরও জানিয়েছে, ইসরায়েল ও ইরানের উত্তেজনার মধ্যে ইরানি প্রেসিডেন্টের পাকিস্তান সফরকে ঘনিষ্টভাবে পর্যবেক্ষণ করছে আমেরিকা। তবে একটি সূত্র জিও নিউজকে জানিয়েছে, ইব্রাহিম রাইসির এ সফরের সঙ্গে চলমান মধ্যপ্রাচ্য সঙ্কটের কোনও সম্পর্ক সম্পর্ক নেই।

সফরকালে ইরানি প্রেসিডেন্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে একান্ত বৈঠক করবেন। এরপর দুই নেতা যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। এ ছাড়া পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গেও ইব্রাহিত রাইসি বৈঠক করবেন। ইরানি প্রেসিডেন্টের বৈঠকসূচিতে পাকিস্তানের শীর্ষস্থানীয় আলেমদের পাশাপাশি ব্যবসায়ী ও শিল্পপতিদের সঙ্গে সাক্ষাৎ করার বিষয় রয়েছে বলে জানা গেছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট রাইসির নেতৃত্বাধীন প্রতিনিধি দল পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করবেন। এ ছাড়া তাঁরা যৌথভাবে সন্ত্রাসবাদ মোকাবিলায় কাজ করার উপায় নিয়ে আলোচনা করবেন।

ইরানি প্রেসিডেন্ট ইসলামাবাদ ছাড়াও লাহোর, করাচিসহ পাকিস্তানের বড় বড় শহরগুলো পরিদর্শন করবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে।


মন্তব্য