ভারী বৃষ্টিপাত কেনিয়ায়: বাঁধ ভেঙে নিহত ৪২

আন্তর্জাতিক
  © সংগৃৃহীত

আফ্রিকার দেশ কেনিয়ায় গত কয়েক দিন ধরে ব্যাপক বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টিপাতের কারণে বন্যায় অনেক অঞ্চল পানির নিচে তলিয়ে গেছে। দেশটির রাজধানী নাইরোবির উত্তরাঞ্চলে বাঁধ ভেঙে অন্তত ৪২ জন নিহত হয়েছেন।

সোমবার (২৯ এপ্রিল) এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে আরও বলা হয়, ভারী বৃষ্টির কারণে পানির প্রবল চাপের কারণে একটি বাঁধ হঠাৎ করেই ভেঙে যায়। এতে অনেক ঘরবাড়ি ও যানবাহন ভেসে গেছে। কাদায় এখনও অনেক মানুষ আটকা পড়েছেন। তাদের উদ্ধারে কাজ করছে সরকারের বিভিন্ন সংস্থা।

উল্লেখ্য, এল নিনো ধাঁচের আবহাওয়ার কারণে পূর্ব আফ্রিকার এই দেশটিতে স্বাভাবিক সময়ের তুলনায় বেশি বৃষ্টিপাত হচ্ছে। গত মার্চ থেকে কেনিয়ায় ভারী বৃষ্টিপাত এবং বন্যায় অন্তত ৭৬ জন নিহত হয়েছেন।


মন্তব্য