রাফাতে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরাইল

ইসরাইল
  © সংগৃহীত

যুদ্ধ যেন পিছু ছাড়ছে না গাজাবাসীর। যুদ্ধবিরতির আলোচনা কোনো ধরনের চুক্তি ছাড়াই শেষ হয়েছে। গাজা উপত্যকার রাফায় চলছে ইসরাইল ও হামাসের ব্যাপক লড়াই। শুক্রবার (১০ মে) এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি বাহিনী বৃহস্পতিবার রাফা অঞ্চলে বোমাবর্ষণ করেছে বলে ফিলিস্তিন বাসিন্দারা জানিয়েছেন। অন্যদিকে রাফায় হামলা করলে ইসরাইলে অস্ত্র সরবরাহ বন্ধ করার যে হুমকি প্রেসিডেন্ট বাইডেন দিয়েছেন তা প্রত্যাখ্যান করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

রয়টার্স বলছে, একজন সিনিয়র ইসরাইলি কর্মকর্তা বলেছেন— গাজায় সংঘাত থামাতে কায়রোতে চলমান পরোক্ষ আলোচনার সর্বশেষ দফা শেষ হয়েছে এবং ইসরাইল পরিকল্পনা অনুযায়ী রাফা ও গাজা উপত্যকার অন্যান্য অংশে তাদের অভিযান চালিয়ে যাবে।

এরই মধ্যে শত্রু-মিত্রদের সব চাপ উপেক্ষা করেই জনবহুল শহরটিতে ঢুকে হামলা চালাতে শুরু করেছে ইসরাইলি পদাতিক বাহিনী। ট্যাংক থেকে ছুড়ছে গোলা। তবে হামাসযোদ্ধারাও ছেড়ে কথা বলছেন না। তারা রকেট-মর্টার ছুড়ে গড়ে তুলছেন শক্ত প্রতিরোধ। এ ছাড়া বিস্ফোরক ডিভাইসের মাধ্যমেও তেলআবিবের সেনাদের প্রতিরোধ করছে ফিলিস্তিন গোষ্ঠীটি।

এদিকে রাফায় বিমান হামলাও ব্যাপক জোরদার করেছে ইসরাইল। এমন পরিস্থিতিতে যে যেভাবে পারছেন, অন্যত্র ছুটছেন। ফিলিস্তিন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এরই মধ্যে ৮০ হাজারের বেশি ফিলিস্তিনি রাফা ছেড়েছেন।

প্রসঙ্গত, হামাসের সঙ্গে ইসরাইলের যুদ্ধবিরতির চুক্তির বিষয়ে আলোচনার চেষ্টা চলছে দীর্ঘদিন ধরে। যদিও হামাসের সঙ্গে চুক্তি হোক বা না হোক, ইসরাইল রাফাতে হামলা চালাবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এমন অবস্থায় রাফায় হামলা করলে ইসরাইলে কিছু অস্ত্র সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।


মন্তব্য


সর্বশেষ সংবাদ