ওমানে মসজিদের সামনে চারজনকে গুলি করে হত্যা
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ১১:০৫ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৪, ১১:০৫ AM
-11608.jpg)
ওমানের রাজধানী মাসকাটে একটি মসজিদের কাছে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই এ তথ্য জানিয়েছে দেশটির পুলিশ । খবর বিবিসি।
একটি সংক্ষিপ্ত বিবৃতিতে ওমানের পুলিশ জানায়, আল-ওয়াদি আল-কাবির এলাকায় অনেক লোক আহত হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, কর্মকর্তারা ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছেন এবং বিষয়টির তদন্ত চলছে।
বিবৃতিতে বলা হয়, ঘটনাস্থলে সব রকমের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তার অংশ হিসেবে পুলিশ তথ্য- প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া সম্পন্ন করছে বলেও জানানো হয়।
ওমান পুলিশ বিশদ বিবরণ না দিলেও কিছু প্রতিবেদন থেকে জানা যায়, একজন বন্দুকধারী একটি অ্যাসল্ট রাইফেল দিয়ে মসজিদের কাছে গুলি চালায়।