গাজা ও লেবাননে ইসরায়েলি বর্বর হামলা; ২৪ ঘণ্টায় ২২০ জন নিহত
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ০৪:১৪ PM , আপডেট: ৩০ অক্টোবর ২০২৪, ০৪:১৪ PM

ফিলিস্তিনিদের ওপর বর্বরতা আরও বাড়িয়ে তুলেছে দখলদার ইসরায়েল। ব্যাপক হত্যাযজ্ঞের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনকেও নিষিদ্ধ ঘোষণা করেছে ইসরায়েল। এতে চরম মানবিক বিপর্যয়ের মুখোমুখি পড়েছে দেশটি। মানবতার বুলি গাওয়া এবং ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে বলে তাদের সমস্ত অপকর্ম ঢাকার চেষ্টা করা পশ্চিমারা ইসরায়েলের এই সিদ্ধান্তের নিন্দা করা ছাড়া কার্যত কিছুই করছে না। প্রথম থেকেই ইসরায়েলের গণহত্যাকে সমর্থন দিতে পশ্চিমাদের কনভিন্স করে গেছে ইসরায়েল, এবং পশ্চিমারাও ইসরায়েলের যুক্তিতে হা মিলিয়ে গেছে। এর ফলে ইসরায়েল যা ইচ্ছা তাই করছে। তাদের ধারণা এবারও তারা পশ্চিমা পুতুলদের কনভিন্স করতে সক্ষম হবে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও প্রায় দেড়শ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৩ হাজার ৬০ ছাড়িয়ে গেছে।
এছাড়া লেবাননেও নিরলস হামলা চালাচ্ছে ইসরায়েল। দেশটিতে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় আরও ৭৭ লেবানিজ নিহত হয়েছেন। বুধবার (৩০ অক্টোবর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
সংবাদমাধ্যমটি বলছে, মঙ্গলবার গাজা ভূখণ্ডজুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে মেডিকেল সূত্র আল জাজিরাকে জানিয়েছে। যার মধ্যে কেবল উত্তর গাজায় নিহত হয়েছেন ১৩২ জন।
এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৬১ জনে পৌঁছেছে বলে মঙ্গলবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এছাড়া এক বছরেরও বেশি সময় চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।
এদিকে ইসরায়েলি বিমান হামলায় উত্তর গাজার বেইট লাহিয়ায় একটি পাঁচ তলা আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে। এতে শিশুসহ বহু মানুষ নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। হামলা হওয়া ওই আবাসিক ভবনটিতে বাস্তুচ্যুত অনেক পরিবার আশ্রয় নিয়েছিল।
অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, মঙ্গলবার সারাদেশে ইসরায়েলের বর্বর হামলায় কমপক্ষে ৭৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে দক্ষিণাঞ্চলীয় শহর সারাফান্দে নিহত হয়েছেন ১০ জন। যাদের বেশিরভাগই নারী এবং শিশু।
ইসরায়েলের মিডিয়া রিপোর্ট করেছে, লেবাননের ভূখণ্ডে ইসরায়েলের স্থল আক্রমণের মধ্যে চলতি মাসের শুরু থেকে দক্ষিণ লেবাননে লড়াইয়ে কমপক্ষে ৩৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছে।
মূলত গত ২৩ সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভস, অবকাঠামো এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে এই হামলা চলছে।
হিজবুল্লাহও পাল্টা আঘাত হানছে। গত সপ্তাহে লেবাননে অভিযানরত ইসরায়েলি বাহিনীর ৭০ জন সেনাকে হত্যার দাবি করেছে শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীটি। অবশ্য ঠিক কত দিনে এই সেনারা নিহত হয়েছেন, তা এই বিবৃতিতে উল্লেখ করেনি গোষ্ঠীটি।
এর আগের সপ্তাহে এক বিবৃতিতে হিজবুল্লাহর পক্ষ থেকে ৫৫ জন ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করা হয়েছিল। এছাড়া গত বছরের অক্টোবরে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননে মৃতের সংখ্যা ইতোমধ্যেই আড়াই হাজার ছাড়িয়ে গেছে।