বাংলাদেশ, আলবেনিয়া ও জাম্বিয়ার উন্নয়ন সহায়তা বন্ধ করছে সুইজারল্যান্ড
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১০:০৪ AM , আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫, ১০:০৪ AM
-13107.jpg)
সুইজারল্যান্ড সরকার বাংলাদেশসহ তিনটি দেশে উন্নয়ন সহায়তা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। অন্য দুটি দেশ হলো আলবেনিয়া ও জাম্বিয়া। সুইস সংবাদমাধ্যম সুইস ইনফো জানায়, সুইজারল্যান্ডের পার্লামেন্ট যে পরিমাণ বৈদেশিক সহায়তার জন্য অর্থ বরাদ্দ চেয়েছিল তার চেয়ে কম বরাদ্দ দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তিনটি দেশের উন্নয়ন সহায়তা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সুইজারল্যান্ড।
সুইজারল্যান্ডের নির্বাহী সংস্থা ফেডারেল কাউন্সিল এই সিদ্ধান্ত জানায় গত বুধবার। এর ফলে ২০২৮ সালের পর বাংলাদেশ, আলবেনিয়া ও জাম্বিয়ায় সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি) দ্বিপক্ষীয় উন্নয়ন কর্মসূচি বন্ধ করে দেবে।
সুইস পার্লামেন্ট ২০২৫ সালের আন্তর্জাতিক সহায়তা বাজেট থেকে ১১ কোটি সুইস ফ্রাঁ (১২ কোটি ১০ লাখ ডলার) কাটছাঁট করেছে এবং ২০২৬ থেকে ২০২৮ সালের জন্য আর্থিক পরিকল্পনা থেকে ৩২ কোটি ১০ লাখ সুইস ফ্রাঁ কমানো হয়েছে। এর ফলে সুইস সরকারের দ্বিপক্ষীয়, অর্থনৈতিক ও বিষয়ভিত্তিক সহযোগিতা ছাড়াও বহুপক্ষীয় সংস্থাগুলোর কর্মসূচিতে প্রভাব পড়বে। তবে, মানবিক সহায়তা, শান্তিরক্ষা কার্যক্রম এবং ইউক্রেনের প্রতি সহায়তা এই সিদ্ধান্তের বাইরে থাকবে।