নূপুর শর্মার পক্ষ নিলেন গম্ভীর

বিজেপি
গৌতম গম্ভীর, নূপুর শর্মা  © ফাইল ছবি

মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে বিতর্কিত মন্তব্য করা নূপুর শর্মার পক্ষ নিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর। এক টুইটে তিনি নূপুর শর্মার পক্ষ নিয়ে ‌'ধর্মনিরপেক্ষ উদারপন্থীদের' কাঠগড়ায় তুলেছেন। গৌতম গম্ভীর বর্তমানে হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্য। 

সম্প্রতি এক টেলিভিশন বিতর্কে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করেন বিজেপির তৎকালীন কেন্দ্রীয় মুখপাত্র নূপুর শর্মা। এ ঘটনায় দেশটির মুসলিমরা ও বিরোধী পক্ষ তীব্র ক্ষোভ প্রকাশ করলেও আমলে নেয়নি বিজেপি। এক পর্যায়ে নূপুর শর্মার বক্তব্য নিয়ে নরেন্দ্র মোদি সরকারের ওপর চাপ বাড়লে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। মামলাও করেছে দিল্লী পুলিশ। যদিও এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি নূপুর শর্মাকে। 

রোববার (১২ জুন) এক টুইটে গৌতম গম্ভীর লিখেছেন, ‘একজন নারী যে (তার কৃতকর্মের জন্য) ক্ষমা চেয়েছে তাকে দেশজুড়ে যেভাবে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হচ্ছে সেগুলোর প্রতিক্রিয়ায় তথাকথিত ধর্মনিরপেক্ষ উদারপন্থীদের নীরবতা অবাক করছে।’

এই টুইটের মাধ্যমে নুপুরের বিতর্কিত মন্তব্যগুলোকে সমর্থন করছেন কিনা এমন প্রশ্ন উঠলে গম্ভীর ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, ‘নুপুরের মন্তব্যগুলোকে কেউ সমর্থন করেনি। দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, সে নিজেও ক্ষমা চেয়েছে।’

 


মন্তব্য