কাবুলে স্টেডিয়ামে বিস্ফোরণ, নিহত ১৯

কাবুলে স্টেডিয়ামে বিস্ফোরণ, নিহত ১৯
কাবুলে স্টেডিয়ামে বিস্ফোরণ  © সংগৃহীত

আফগানিস্তানের কাবুল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৯ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। খবর পিটিসি নিউজের। 

খবরে বলা হয়, শুক্রবার বিকেল ৪টা ১০ মিনিটে দেশটির রাজধানীর চমন হোজোরি এলাকায় অবস্থিত কাবুল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় ব্যান্ড-ই-আমির ড্রাগনস এবং পামির জালমির মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচ চলছিল। এতে ১৯ জন নিহতের পাশাপাশি আরও অনেকে আহত হয়েছেন বলে স্থানীয় হাসপাতালগুলো জানিয়েছে।

এদিকে, স্টেডিয়ামে বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতারেস। তিনি বলেন, আমি কাবুল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি। সাধারণ নাগরিকদের ওপর এ ধরণের হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন। 

আফগানিস্তানে নিযুক্ত জাতিসংঘের ডেপুটি স্পেশাল রিপ্রেজেন্টেটিভ রমিজ আলাকবারভও এ জঘন্য হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান। রমিজ আলাকবারভ ঘটনার সময় ন্যাশনাল ক্রিকেট অ্যাসোসিয়শনের পক্ষে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। তিনি এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।