৬ দিন আগে মারা যাওয়া পল্লব ৪৩ বিসিএসে প্রশাসন ক্যাডার

বিসিএস
পল্লব বসু বাপ্পি  © ফেসবুক

আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ৪৩ তম বিসিএসে চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। এই বিসিএসে মোট ২ হাজার ১৬৩ জন সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

৪৩ বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত পল্লব বসু (ছবি: সংগৃহীত)

যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তারা হয়তো সোনার হরিণ পাওয়ার আনন্দে মাতোয়ারা হয়ে আছেন। আনন্দ হবেই বা না কেনো, এ যে দীর্ঘ সাধনার ফল। তবে সবাই আনন্দ প্রকাশ করতে পারলেও আনন্দ প্রকাশ করতে পারছেন না ৪৩ বিসিএসে অ্যাডমিনে সুপারিশপ্রাপ্ত পল্লব বসু বাপ্পি। মৃত্যুর কাছে হেরে গেলেন তিনি। মাত্র ছয়দিন আগেই গত ২০ ডিসেম্বর ব্যাডমিন্টন খেলতে গিয়ে হার্ট অ্যাটাকে মারা যান পল্লব। রেজাল্ট শিটে প্রশাসন ক্যাডারে ২৮ তম এসেছে পল্লব বসুর।

শিক্ষা ক্যাডার পল্লব বসু (ছবি: সংগৃহীত)

পল্লব বসু ৪০তম বিসিএসের শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রপ্ত হয়েছিলেন। ৪১ তম বিসিএসে খাদ্য ক্যাডার। আর এবার ৪৩ তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন তিনি।


মন্তব্য