সুয়ারেজকে ফোন করে ট্রফি দেখালেন মেসি

ফুটবল
সুয়ারেজকে ফোন করে ট্রফি দেখালেন মেসি  © সংগৃহীত

কাতার বিশ্বকাপের শিরোপা জিতে আর্জেন্টিনা দীর্ঘ দিন বাদে তাদের ট্রফির খরা কাটিয়েছে। লিওনেল মেসি দেশের হয়ে তাঁর শেষ বিশ্বকাপে বাজিমাত করেছেন। তাঁর ট্রফি ক্যাবিনেটে যে ট্রফিটি এতদিন ছিল না, সেটার অভাবও পূরণ করেছেন তিনি। বিশ্বকাপ ট্রফি জয়টা তাঁর কাছে কতটা যে গুরুত্বপূর্ণ, তা বার বার ট্রফি হাতে তিনি বুঝিয়ে দিয়েছেন। 

ট্রফি হাতে তাঁর শিশুসুলভ উচ্ছ্বাস ছিল‌ দেখার মতন। আর সেই উচ্ছ্বাস আরও একবার ধরা পড়ল ক্যামেরায়। ফাইনাল ম্যাচ শেষে তিনি তাঁর দীর্ঘদিনের বন্ধু লুইস সুয়ারেজকে ভিডিও কলে করেন। বিশ্বকাপের ট্রফিটা সুয়ারেজকে দেখিয়ে উচ্ছ্বাসটা ভাগ করে নেন মেসি। তিনি যেন হবলতে চান, ‘দেখ বন্ধু আমি পেরেছি! স্বপ্নকে সত্যি করতে পেরেছি।’

মেসির ট্রফি জয়ের উদযাপনে এ বার যোগ দিয়েছিলেন লাতিন আমেরিকার বিভিন্ন দেশের ফুটবলাররাও। যোগ দিয়েছিলেন উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ। উল্লেখ্য, স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ক্লাবে একদা মেসির সতীর্থ ছিলেন সুয়ারেজ। এর পর সুয়ারেজ চলে যান অ্যাটলেটিকো মাদ্রিদে। আর অন্য দিকে মেসি চলে যান পিএসজি-তে। তবে তাঁদের বন্ধুত্ব অটুট থেকে যায়। সেই বন্ধুত্বের খাতিরেই সুয়ারেজকে ভিডিয়ো কল করেন মেসি। সেই ভিডিয়ো কলের একটি স্ক্রিনশট পোস্ট করেন লুইস সুয়ারেজ। তিনি নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে সেই ছবিটি পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে বন্ধু সুয়ারেজকে তাঁর বিশ্বকাপের ট্রফিটি দেখাচ্ছেন তাঁর বন্ধু লিও মেসি।

প্রসঙ্গত ৩৬ বছর পরে আর্জেন্টিনা বিশ্বকাপের ট্রফি জিততে সমর্থ হয়। তবে লিওনেল মেসি কিন্তু তাঁর কেরিয়ারের প্রথম বিশ্বকাপ জিততে সমর্থ হলেন। ২০০৬ সালে জার্মানি বিশ্বকাপে অভিষেক হয় মেসির। তার পর থেকে পাঁচটি বিশ্বকাপে খেলে একেবারে শেষ বিশ্বকাপে এসে পূরণ হল তাঁর স্বপ্ন। ২০১৪ সালের বিশ্বকাপে আর্জেন্তিনা ফাইনালে উঠলেও সে বার সফল হয়নি মেসির স্বপ্ন। জার্মানির কাছে ১-০ গোলে হেরে গিয়ে ট্রফি অধরা থেকে গিয়েছিল লিওর। সেই হতাশা এ বার সুদে আসলে মিটিয়ে নিলেন কাতারে।


মন্তব্য


সর্বশেষ সংবাদ