নারায়ণগঞ্জে রেলওয়ের অভিযান, ৫০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

রেলওয়ে
  © ফাইল ফটো

নারায়ণগঞ্জ শহরে অভিযানে চাালিয়ে ৫০০ অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। 

বুধবার (০৪ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের ২ নম্বর রেলগেট এলাকায় থেকে বালুরমাঠ এলাকা পর্যন্ত অভিযান চালানো হয়।

বাংলাদেশ রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ডিভশনাল এস্টেট অফিসার মো. সফি উল্লাহ এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া খানমের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই স্থানে এর আগেও কয়েকবার উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। আজ আবারও অভিযান চালানো হলো। অভিযানে অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ করা হয়েছে।

উচ্ছেদের বিষয়ে রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ গণমাধ্যমকে বলেন, ‘এখানে ডাবল লাইন প্রকল্পের মালামাল আসবে। এ কারণে আমরা এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। রেল লাইনের দুই পাশে যত স্থাপনা রয়েছে সকল স্থাপনাই অবৈধ।’


মন্তব্য