বঙ্গবাজারে আগুন

‘এক পলকে পথের ভিখারি হয়ে গেছি’ 

জাতীয়
‘এক পলকে পথের ভিখারি হয়ে গেছি।’   © সংগৃহীত

রাজধানীর বঙ্গবাজারে ফয়সাল এন্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী পারভেজ ভূঁইয়া। এই মার্কেটে তার ৬টি দোকান। দীর্ঘ ২৪ বছরে ধরে তিল তিল করে রক্ত-ঘাম ঝরিয়ে দোকানগুলো করেছেন তিনি। ভয়াবহ আগুনে অন‌্যদের মতো তার দোকানগুলোও মুহূর্তের মধ‌্যে পড়ে ছাই হয়ে গেছে। বুকফাটা মাতমের মধ‌্যে তিনি বারবার বলছেন, ‘কেউ আমার দোকানের একটু ছাই এনে দে, আমি সারা শরীরে লাগতে চাই। আমি নিঃস্ব হয়ে গেছি। এক পলকে পথের ভিখারি হয়ে গেছি।’ 

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটের দিকে আগুন লাগে রাজধানীর অন‌্যতম পাইকারি কাপড়ের মার্কেট বঙ্গবাজারে। 

এসময় পারভেজ ভূঁইয়ার বলেন, ‘এই আগুন দুর্ঘটনাবশত লাগেনি। কেউ ষড়যন্ত্র করে লাগাতে পারে। সিটি কর্পোরেশন বারবার এই বঙ্গবাজার ভেঙে বহুতল ভবন করতে চাচ্ছে। অনেক দিন থেকে পাঁয়তারা করছে তারা। একটি মহল আমাদের রাস্তার ফকির বানিয়ে দিয়েছে। আল্লাহ ওদের বিচার করবে।’

পারভেজ ভূঁইয়ার স্ত্রী ও মেয়ের গলা জড়িয়ে কাঁদতে কাঁদতে বলছেন, ‘তোমাদের আমি কী করে চালাবো? মেয়ের স্কুলের খরচ কীভাবে দিবো। আমি ক্যাশ থেকে একটিও টাকা বের করতে পারিনি।’

শেষ খবর পাওয়া পর্যন্ত রাজধানীর সাড়ে ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। 

দুপুরে ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে গণমাধ‌্যমে পাঠানো এক খুদে বার্তায় এ তথ‌্য নিশ্চিত করা হয়। 

এতে বলা হয়, দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ বিষয়ে পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।