কওমি মাদরাসা থেকে কখনো জঙ্গি উত্থান হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী
  © সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘জঙ্গিবাদের উত্থানের সময় সবাই মনে করত কওমি মাদরাসা থেকেই জঙ্গিরা আসে। আমরা তখন বলেছিলাম কওমি মাদরাসায় দ্বীনি শিক্ষা দেওয়া হয়। ইসলাম শেখানো হয়। এখান থেকে কখনো জঙ্গি উত্থান হয়নি, হতে পারেনা।’ 

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মাদরাসা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। পরে মন্ত্রী মাদরাসা আয়োজিত ইফতারে অনুষ্ঠানে যোগ দেন। 

আসাদুজ্জামান খান কামাল বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম মানুষ কতল করার ধর্ম নয়। রক্তপাত করার হুকুম ইসলাম শেখায় না। সেজন্য আমরা মাথা উঁচু করে বলতে পারি যে আমরা জঙ্গি দমন করেছি এবং আলেম-ওলামারা এবং মসজিদের ইমাম মোয়াজ্জিনরা আমাদের জঙ্গি দমনে সহযোগিতা করেছেন।’

হাটহাজারী মাদরাসার মহাপরিচালক মাওলানা মোহাম্মদ ইয়াহিয়ার সভাপতিত্বে এবং মাদরাসার সহকারী পরিচালক মুফতি মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক মন্ত্রী ও হাটহাজারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সাতকানিয়া আসনের সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দীন নদভী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, ডিআইজি এসবি মো. নাফিউল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, চট্টগ্রাম পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, জেলা ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন, হাটহাজারী মাদরাসার মুফতি কেফায়েত উল্লাহ, মাওলানা আহমদ দিদার কাসেমী প্রমুখ।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী মাদসায় এসে পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান হাটহাজারী মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ ইয়াহিয়া ও মুঈনে মুহতামিম মুফতী জসীম উদ্দিন। পরে মন্ত্রী হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফির কবর জিয়ারত করেন। 


মন্তব্য


সর্বশেষ সংবাদ