হাজারীবাগে চামড়ার কারখানায় আগুন

আগুন
  © ফাইল ফটো

হাজারীবাগে একটি চামড়ার কারখানায় আগুন লেগেছে। ১৪ এপ্রিল, শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে রূপালী কম্পোজিট লেদার ওয়্যারহাউজ লিমিটেডে নামে একটি কারখানায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

বিষয়টি জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।

তিনি বলেন,  পাঁচতলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত। আমরা আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ২টি ইউনিট পাঠিয়েছি।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাত ১০টা ৮ মিনিটে রাজধানীর নবাবপুরে সুরিটোলা মার্কেটের পাশে একটি প্লাস্টিক কারখানার গোডাউনে আগুনের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ও সেনাবাহিনীর সদস্যরা টানা দেড় ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।