রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ২৮ ইউনিট
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৩, ০৯:০০ AM , আপডেট: ১৫ এপ্রিল ২০২৩, ০৯:০০ AM

রাজধানীর নিউ মার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে র্যাব, পুলিশ ও সেনাবাহিনী।
জানা যায়, আজ ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে এ আগুন লাগে এবং ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ইউনিট সংখ্যা বাড়িয়ে ২৮টি করা হয়েছে।
এখন পর্যন্ত আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির কি পরিমাণ হতে পারে ধারণা করা যাচ্ছে না।