দেশে বিদ্যুৎ উৎপাদনে আবারও নতুন রেকর্ড

বিদ্যুৎ
  © ফাইল ফটো

বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড গড়েছে দেশ। আগের দিনের হিসাবে এবার বিদ্যুৎ উৎপাদন হয়েছে আরও ২২ মেগাওয়াট বেশি। বুধবার রাতে নতুন রেকর্ড হয়েছে বলে বিদ্যুৎ বিভাগের এক বার্তায় বলা হয়েছে।

এতে জানানো হয়, এদিন রাত ৯টায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ১৫ হাজার ৬৪৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে, যা এখন পর্যন্ত দেশে বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড।

মঙ্গলবার রাতে ১৫ হাজার ৬২৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছিল বিদ্যুৎ বিভাগ। তার আগের দিন সোমবার বিদ্যুৎ উৎপাদন হয় ১৫ হাজার ৬০৪ মেগাওয়াট। এই দুদিনেই উৎপাদিত বিদ্যুতের পরিমাণ ছিল রেকর্ড। এবার রেকর্ড গড়াল টানা তৃতীয় দিনে।

বিদ্যুৎ বিভাগের তথ্য বলছে, গত বছরের ১৬ এপ্রিল সর্বোচ্চ ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন রেকর্ড করা হয়েছিল।

বিদ্যুৎ বিভাগ এবং বিদ্যুৎ সরবরাহ করা প্রতিষ্ঠানগুলো বলছে, রেকর্ড ছাড়ানো তাপমাত্রা আর দেশের বিভিন্ন এলাকায় বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহের কারণে বিদ্যুতের চাহিদা অনেক বেশি। সে অনুযায়ী সরবরাহ মিলছে না বলেই বাধ্য হয়ে লোডশেডিং করতে হচ্ছে।


মন্তব্য


সর্বশেষ সংবাদ