সুদান থেকে বিশেষ ফ্লাইটে ঢাকায় আরও ৫৫৫ বাংলাদেশি
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ১০ মে ২০২৩, ০১:৪০ PM , আপডেট: ১০ মে ২০২৩, ০১:৪০ PM

সংঘাতে জর্জরিত সুদান থেকে বিশেষ ফ্লাইটে আরও ৫৫৫ বাংলাদেশিকে ফিরিয়ে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
বুধবার (১০ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
শাহরিয়ার আলম বলেন, ৫৫৫ জন বাংলাদেশিকে পোর্ট সুদান থেকে ফিরিয়ে আনতে আমরা নিজ খরচে চারটি ফ্লাইট ঠিক করেছি। এরমধ্যে বুধবার তিনটি এবং বৃহস্পতিবার একটি ফ্লাইট পরিচালনা করা হবে। প্রথমে বাংলাদেশির পোর্ট সুদান থেকে জেদ্দায় আনা হবে। এরপর সেখান থেকে বিশেষ ফ্লাইটে আগামী ১২ মে তারা ঢাকায় ফিরবেন।
পড়ুন>>> ইমরান খানকে গ্রেপ্তারে রণক্ষেত্র পাকিস্তান, জনগণের ওপর ওপেন ফায়ার
এর আগে, গত সোমবার সুদান থেকে ১৩৬ জন বাংলাদেশি নাগরিককে জেদ্দা হয়ে ঢাকায় ফিরিয়ে আনা হয়। দেশটিতে গত কয়েক সপ্তাহ ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। এতে বহু মানুষ হতাহত হয়েছেন।