ছাদে বাগান করলে হোল্ডিং ট্যাক্সের ১০ শতাংশ ছাড়!

ছাদবাগান
  © ফাইল ছবি

বাড়ির ছাদে বাগান করলে ১০ শতাংশ গৃহকর (হোল্ডিং ট্যাক্স) ছাড় দেওয়া হবে বলে জানিয়েছে সরকার। এই কর ছাড় দেওয়া হবে দেশের সিটি করপোরেশনগুলোর আওতায় থাকা বাড়ির ছাদে বাগান করলে।

আজ বুধবার (১৪ জুন) সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

আরও পড়ুনঃ বর্তমানে দেশে ১০ বছরের গ্যাস মজুত আছে: খনিজসম্পদ প্রতিমন্ত্রী

মো. তাজুল ইসলাম বলেন, এ বিষয়ে এখন পরিপত্র জারি করা হবে।

স্থানীয় সরকারমন্ত্রী জানান, এ ক্ষেত্রে কিছু শর্ত মানতে হবে। শর্তগুলোর মধ্যে ছাদবাগান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা; মশার প্রজনন যাতে না হয়, সে জন্য ব্যবস্থা রাখার মতো বিষয় থাকবে।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বাড়ির ছাদে বাগান করলে গৃহকরে ছাড় দেওয়ার বিষয়ে আবেদনটি করেছিল ঢাকা উত্তর সিটি করপোরেশন।

তিনি বলেন, এখন সব সিটি করপোরেশন এলাকার ক্ষেত্রেই বাড়ির ছাদে বাগান করলে ১০ শতাংশ গৃহকর ছাড় দেওয়ার বিষয়টি প্রযোজ্য হবে বলে সিদ্ধান্ত হয়েছে।


মন্তব্য