২০ মিনিটে গুলশানের আগুন নিয়ন্ত্রণে!

আগুন
  © সংগৃৃহীত

রাজধানীর গুলশান-১ এর 'ডব্লিউআর' টাওয়ারের দশম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার (২৩ মার্চ) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের প্রচেষ্টায় ৪টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে সময় লেগেছে মাত্র ২০ মিনিট।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. রাফি আল ফারুক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এসি বিস্ফোরণ থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ইসলামবাগ এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। শুক্রবার (২২ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

প্রসঙ্গত, গত ২৯ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডে রাত ৯টা ৫০ মিনিটের দিকে গ্রিন কোজি কটেজ নামের ভবনটিতে আগুন লাগে। এতে ৪৬ জনের মৃত্যু হয়েছে।

 


মন্তব্য