অনলাইনে আড়াই ঘণ্টায় সাড়ে ১২ হাজার টিকিট বিক্রি
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ২৪ মার্চ ২০২৪, ১১:৪২ AM , আপডেট: ২৪ মার্চ ২০২৪, ১১:৪২ AM

ঈদুল ফিতরে অনলাইনে ট্রেনের টিকিট বিক্রির ক্ষেত্রে বিড়ম্বনা এড়াতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এবারও অনলাইনে শতভাগ টিকিট বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ সকাল ৮টায়। সকাল ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত পশ্চিমাঞ্চলের ১২ হাজার ৬০০ টিকিট বিক্রি হয়েছে।
রোববার (২৪ মার্চ) দুপুরে এক ব্রিফিংয়ে এ কথা জানান ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার।
দুপুর ২টায় পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে বলে ও জানান তিনি।