গাজায় ইসরায়েলি বর্বরতার অবসান চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

গাজা
  © সংগৃহীত

গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অধিকৃত গাজায় বর্বর হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। তাদের আমানুষিক হামলায় এখন পর্যন্ত ৩৩ হাজার ৪৮২ জন নিহত হয়েছে। এদিকে গতকাল ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপিত হয়েছে। কিন্তু এদিনও গাজায় বর্বর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

এবার ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার অবসান চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। বৃহস্পতিবার (১১ এপ্রিল) চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিজ গ্রামে ঈদের নামাজ শেষে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন। 

হাছান মাহমুদ বলেন, ‘ফিলিস্তিনের মুসলমানদেরকে সেখানে নির্বিচারে হত্যা করা হচ্ছে। নারী ও শিশুদেরকে হত্যা করা হচ্ছে। সেখানে যেন অবিলম্বে শান্তি স্থাপিত হয়। সেখানে ইসরায়েল যে বর্বরতা চালাচ্ছে সে বর্বরতার যেন চির অবসান হয়। এটিই মহান আল্লাহর কাছে প্রার্থনা।’ 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মহান আল্লাহর কাছে প্রার্থনা আমাদের দেশে যে সম্প্রীতি আছে, সেই সম্প্রীতির বন্ধনকে যেন আরও দৃঢ় করতে পারি। একই সাথে আমাদের দেশ থেকে অপরাজনীতি যেন চিরতরে দূর হয়।’ 

এ সময় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবার সম্মিলিত রক্তস্রোতের বিনিময়ে আমাদের এই দেশ রচিত হয়েছে। আমাদের এই দেশ থেকে যেন সমস্ত সম্প্রদায়িক অপশক্তির বিনাশ ঘটে। এই দেশে যেন আমরা সব সম্প্রদায় এবং সব মত-পথের মানুষ একসাথে মিলেমিশে দেশের উন্নয়ন অগ্রগতির জন্য কাজ করতে পারি।’ 


মন্তব্য