তীব্র তাপপ্রবাহের মধ্যে সিলেটে স্বস্তির বৃষ্টি

বৃষ্টি
  © ফাইল ছবি

গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহের যখন পুড়ছে পুরো দেশ তখন উত্তরপূর্বাঞ্চলের সিলেট ভিজলো স্বস্তির বৃষ্টিতে। মঙ্গলবার বিকেল সোয়া ৫টায় সিলেট অঞ্চলে শুরু হয় হালকা ও মাঝারি বৃষ্টি। সঙ্গে ছিল দমকা হাওয়া।

সারাদেশে বয়ে যাওয়া দাবদাহের মধ্যে এমন বৃষ্টি জনজীবনে এনে দিয়েছে স্বস্তি। তীব্র গরমে অতিষ্ট মানুষ ফিরে পেয়েছে শান্তি। গত কয়েকদিন ধরে দাবদাহের মধ্যে সিলেটে একপশলা বৃষ্টি হচ্ছে।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো সজিব হোসাইন গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার বিকেলে ৬ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সিলেট অঞ্চলে এমন বৃষ্টি আরও হতে পারে।

এদিকে, বৃষ্টির কারণে সিলেটে বন্ধ রয়েছে বাংলাদেশ নারী দলের খেলা। মঙ্গলবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারত নারী দলের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করছে বাংলাদেশ নারী দল। স্বাগতিকদের ইনিংসের ১২তম ওভার শুরুর আগেই বৃষ্টি নামে সিলেটে। তাতে এখন খেলা বন্ধ আছে।


মন্তব্য