‘পশ্চিমবঙ্গ নয়, কেন্দ্রীয় সরকারের অনীহার কারণেই তিস্তা চুক্তি হচ্ছে না’

তিস্তা
  © সংগৃৃহীত

পানি বিশেষজ্ঞ ড. আসিফ নজরুল মন্তব্য করেছেন, পশ্চিমবঙ্গ নয়, কেন্দ্রীয় সরকারের অনীহার কারণেই তিস্তাচুক্তি হচ্ছে না। আরেক বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত বলেছেন, গঙ্গা চুক্তি অনুযায়ী পানি না দিয়ে বাংলাদেশের পানি ব্যবস্থাপনা ও সংরক্ষণের বিষয়ে চুক্তি হওয়া লজ্জার ও দুঃখজনক।

বাংলাদেশ-ভারত পানি বণ্টনের অভিজ্ঞতা, আশঙ্কা ও প্রত্যাশা বিষয়ে ভার্চুয়াল আলোচনায় এ মন্তব্য করেন তারা।

ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের আলোচনায় আইনুন নিশাত বলেন, পানির ন্যায্য বণ্টনের অর্থনৈতিক ও সামাজিক ক্ষতির বিষয়ে শুধু কারিগরি বা কূটনৈতিক আলোচনা করে সুফল মিলবে না।

এ জন্য রাজনৈতিক সিদ্ধান্ত জরুরি। যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক আলী রিয়াজ বলেন, জনগণের ম্যান্ডেট না থাকায় পানির ন্যায্যতা নিয়ে সোচ্চার নয় সরকার। জাতীয় নিরাপত্তার প্রশ্নে পানির ন্যায্য হিস্যার জন্য চীন, ভুটান ও নেপালের মতো তৃতীয় পক্ষকে অন্তর্ভুক্তির তাগিদ দেন তিনি। ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বায়ক শরীফ জামিল বলেন, নিজের স্বার্থ ছাড়া বাংলাদেশকে কোনো সহায়তা দেয় না ভারত। দেশটি চুক্তি মেনে পানি না দিলে ট্রানজিটসহ অন্য সহায়তা বন্ধের পরামর্শ দেন অন্য আলোচকরা।