আমি ছাড়ুম না, সে আমার মারে ধোঁকা দিছে: মতিউরকন্যা ইপ্সিতা

ছাগলকাণ্ডে
  © ফাইল ছবি

ছাগলকাণ্ডে আলোচনায় আসার পর এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমান ছাড়াও তার পরিবারের সদস্যদের নামে বিপুল সম্পদের খোঁজ মেলে। এ ঘটনায় ইতোমধ্যে মতিউর রহমান ও তার স্ত্রী-সন্তানদের আটটি ব্যাংক হিসাব ও বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট (বিও হিসাব) স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

অন্যদিকে, মতিউর রহমানকে কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদ থেকে প্রত্যাহার করে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে। সেই সঙ্গে তাকে সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকেও অপসারণ করা হয়। পাশাপাশি দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে তদন্ত টিম গঠন করেছে।

তবে এরমধ্যেই নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন মতিউর রহমানের কানাডা প্রবাসী মেয়ে ফারজানা রহমান ইপ্সিতা। স্বজনের কাছে পাঠানো ভয়েস মেসেজে বাবার প্রতি রীতিমতো ক্ষোভ ঝেড়েছেন তিনি। সেই সঙ্গে মা লায়লা কানিজ লাকী ছাড়াও ভাইয়ের কোনো দোষ নেই দাবি করে বাবাকে ছেড়ে না দেয়ার হুঁশিয়ারিও উচ্চারণ করেছেন।

গণমাধ্যমের হাতে আসা অডিও ক্লিপে মতিউরকন্যা ফারজানা রহমান ইপ্সিতাকে বলতে শোনা যায়, ‘আমার বাবারে প্রোটেক্ট করার কোনো ইচ্ছাই নাই। আমার তার ওপর জিদ। সে যদি সত্যিই করে থাকে, আমি যদি প্রমাণ পাই, আমি যদি আসলেই দেখি, কারণ এখনো আমার মনে হইতেছে ফেইক হইতে পারে। বাট যদি আল্লাহর কসম রিয়েল হয় না ভাই, আমি ছাড়ুম না। সে আমার মারে ধোঁকা দিছে, আমারে ধোঁকা দিছে। আমার ভাইরে ধোঁকা দিছে। আমার ভাইয়ের একটা বাচ্চা হইছে। সে আমাদের ধোঁকা দিছে। আমি তারে ছাড়ুম? জীবনেও না। কিন্তু তার জন্য আমার নাম নষ্ট হবে, মার নাম নষ্ট হবে এটা তো আমি হইতে দিমু না।’

ইপ্সিতাকে আরও বলতে শোনা যায়, ‘মানুষের দোষ তো নাইরে ভাই। দেশের মানুষ তো আসলেই কষ্ট করে। এই লোকটা আমার মারে এত বড় চিট করল ভাই। আমি এক মিনিট পরপর আমার মার (মায়ের) সঙ্গে কথা বলতাছি (বলছি)। আমার মা হাউমাউ করে কান্দে (কাঁদে)। আমার ভাই কান্দে। আমার ভাই আমারে বলে, বাপ আমাদের কখনো ভালোবাসে নাইরে আপু। ভালোবাসলে সে এইভাবে চিট করত না।’

মতিউরকন্যা আরও বলেন, মানুষের রাগটা আমি বুঝতে পারছি, আসলেই আপনারা অনেক ভুক্তভোগী। কিন্তু আমার, আমার ফ্যামেলি, আমার মা-ভাইয়ের কোনো দোষ এখানে ছিল না ভাই। তার আছে অনেক। আমি জানি টাকা-পয়সাও ইলিগ্যাল না। তার ভালো ফ্যামেলি। বিয়াও করছিল ভালো ফ্যামেলির মাইয়া (মেয়ে)। তাইলে ভালো ফ্যামেলির মাইয়ারে বিয়া (বিয়ে) কইরা (করে) তুই রাখতে পারলি না। তোর এত খারাপ লাগছে, আমার মারে ছাইড়া তুই চইলা যাইতি। তুই আমাদের চিট করলি কেন? তুই তোর চাকরি বাঁচাইতে পারবি, টাকা বাঁচাইতে পারবি। কিন্তু তুই যে আমাদের ধোঁকা দিছোস, এইটা আমরা কী করুম। আমরা কই যামু (যাব), কারে মুখ দেখামু (দেখাব)?’

প্রসঙ্গত,, দুর্নীতি সমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমান, তার স্ত্রী কলেজশিক্ষক লায়লা কানিজ ও ছেলে আহম্মেদ তৌফিকুর রহমান অর্নবের বিরুদ্ধে বিদেশে গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন মহানগর দায়রা জজ। গত ২৪ জুন ঢাকা মহানগর দায়রা জজ এ আদেশ দেন। এর একদিন আগে (২৩ জুন) মতিউর রহমানকে নিজ কর্মস্থল (এনবিআর) থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে (আইআরপি) সংযুক্ত করা হয়। মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সেই সঙ্গে তাকে সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকেও অপসারণ করা হয়েছে।


মন্তব্য


সর্বশেষ সংবাদ