বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক

ক্যান্সারে ঢাবির সাবেক ছাত্রের মৃত্যু

মৃত্যু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র হাসান আহমেদ  © সংগৃৃহীত

বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র হাসান আহমেদ  ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয় ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘ আড়াই বছর ধরে তার চিকিৎসা চলছিল। আজ সোমবার (২ জানুযায়ী) দুপুর দুইটার দিকে হাসান মৃত্যুবরণ করেন। 

জানা যায়, ছোটবেলা থেকে পরিশ্রম করে বেড়ে ওঠা হাসানের বাড়ি নীলফামারি জেলায়। সেখানের স্থানীয় এক স্কুলে প্রাথমিকের গণ্ডি পেরিয়ে কঠোর অধ্যবসয়ের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পান। তিনি ২০১০-২০১১ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতীত্বের সাথে অনার্স ও মাস্টার্স  পাশ করেন।

আরো পড়ুন: ফেসবুকে চলচ্চিত্রের সমালোচনা, সাইবার ক্রাইমে মামলার চিন্তাভাবনা

এরপর তিনি পল্লী সহায়ক কর্ম ফাউন্ডেশনে চাকরি জীবন শুরু করেন। সবশেষ বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক পদে কর্তরত ছিলেন।  


মন্তব্য


সর্বশেষ সংবাদ